শিরোনাম
◈ এবার শাহবাগে বিক্ষোভ করছে আউটসোর্সিং কর্মচারীরা : চাকরি জাতীয়করণের দাবি ◈ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ আবার ফিরেছেন বাংলাদেশ দলে ◈ দক্ষিণখানে পুলিশের পোশাক,নকল পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ◈ ৪ স্ত্রী ও দুই গার্লফ্রেন্ডের টাকায় চলে সংসার, খুঁজছেন নতুন স্ত্রী ! ◈ রোনালদোর গোলে আল নাসরের নাটকীয় জয় ◈ ঝিনাইদহে পিকআপভ্যানের চাপায় নারী নিহত ◈ আড়াই মাস পর প্রকাশ্যে, মধ্যরাতে চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল (ভিডিও) ◈ আমার কাছে বিশ্বকাপ খেলা মুখ্য নয়, ক্যারিয়ারের বাকি সময়টা উপভোগ করতে চাই: মেসি ◈ অভিনেত্রী তামান্না ভাটিয়াকে টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ◈ ‘এলিয়েনরা সত্যিই আছে’, নাসার ফিল্ম নির্মাতা সাইমন হল‌্যান্ডের দাবি

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৪, ০৮:০৪ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি যুবককে সীমান্ত থেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিলেটের গোয়াইনঘাটের পান্তুমাই সীমান্ত থেকে হোছেন আহমদ (৪০) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার পান্তুমাই সীমান্তের ১২৬৮ নম্বর পিলারের ভারতীয় অভ্যন্তর এলাকা থেকে তাকে ধরে নেওয়া হয়। হোছেন উপজেলার পশ্চিম পান্তুমাই গ্রামের আব্দুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় হোছেনসহ কয়েকজনের একটি দল সীমান্ত এলাকায় যান। তারা চোরাই পথে ভারতীয় চিনি নিয়ে আসাতে সীমান্তে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। অন্যরা পালাতে পারলেও হোছেন আহমদকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

হোছেনের ভাই ফারুক আহমদ বলেন, ‘আমার ভাইসহ কয়েকজন মঙ্গলবার দুপুরে পান্তুমাই সীমান্তে যায়। এ সময় বিএসএফ ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও ভাইকে আটক করে নিয়ে যায় বিএসএফ। পান্তুমাই বিজিবি ক্যাম্পে যোগাযোগ করলে থানায় গিয়ে জিডি করে নিয়ে আসার জন্য বলেন। মঙ্গলবার রাত ৮টায় গোয়াইনঘাট থানায় গিয়ে এ ব্যাপারে একটি জিডি করেছি।’

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, মঙ্গলবার দুপুরে ভারত সীমান্তের কাছে গরুকে ঘাস খাওতে নিয়ে যায় হোছেন। তখন একটি গরু পিলারের ভারতীয় এলাকা প্রবেশ করলে সেই গরু আনার সময় তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ। এমন অভিযোগে তার ভাই ও আত্মীয় স্বজনরা থানায় এসে জানিয়েছেন। এ বিষয়ে জিডি করার জন্য আবেদন করেছে। আবেদনটি আমলে নেওয়া হয়েছে। বিষয়টি এখন বিজিবি দেখছে। পতাকা বৈঠকের মাধ্যমে হোছেনকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে জানতে পান্তুমাই বিজিবি ক্যম্পের দায়িত্বরত নায়েব সুবেদারের সরকারি মোবাইলে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। উৎস: দৈনিক আমাদের সময়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়