শিরোনাম
◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল ◈ পরীক্ষা দিতে এসে আটক রাবি ছাত্রলীগের ২ নেতা ◈ বিশ্বের ১১০ কোটি তীব্র দরিদ্র মানুষের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!  ◈ দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রীর হামলা ◈ এবার শাহবাগে বিক্ষোভ করছে আউটসোর্সিং কর্মচারীরা : চাকরি জাতীয়করণের দাবি ◈ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ আবার ফিরেছেন বাংলাদেশ দলে ◈ দক্ষিণখানে পুলিশের পোশাক,নকল পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৪, ০৬:১৯ বিকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুল্য তালিকা প্রদর্শন না করায় ফেনীতে ৫ প্রতিষ্ঠানের জরিমানা 

এম. এমরান পাটোয়ারী, ফেনী প্রতিনিধি : ফেনী বড় বাজারে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫শ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার বিকেলে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, ফেনী বড় বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাইকারি আড়ত ও খুচরা বাজার মুল্য তদারকিতে  বের হয় টাস্কফোর্স। এ সময় দেখা যায় আলু, পেয়াজ, ব্রয়লার মুরগী ও ডিম ডজন প্রতি ২ টাকা কমলেও শাক-সবজির দাম উর্ধবগতি। টাস্কফোর্স অভিযানে সকল ব্যবসায়ীকে পাকা ভাউচার সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়। এ সময় পাকা ভাউচার না রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

টাস্কফোর্স অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, কৃষি বিপণন কর্মকর্তা, জেলা খাদ্য পরিদর্শক ও ফেনী জেলা পুলিশের একটি দল।

ফেনী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাউছার মিয়া বলেন, জনস্বার্থ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়