শিরোনাম

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪, ১০:২৩ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৩, অগ্নিদগ্ধ ২০

জাহাঙ্গীর লিটন , লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে গ্রীন লাইফ ফিলিং স্টেশনে বাসে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরনে তিনজন নিহত ও ২০জন অগ্নিদগ্ধ হয়েছে। এদের মধ্যে ১০জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের চিকিৎসক। গেলো রাত ২টার দিকে লক্ষ্মীপুর পৌরশহরের মুক্তিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা বটুমিয়ার ছেলে সুমন হোসেন, বাঞ্চানগর এলাকার সুজামিয়ার ছেলে মো. ইউসুফ মিয়া, ও হৃদয় হোসেন। এ ঘটনার পর এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। 
অগ্নিদগ্ধসহ আহতরা হলেন, মো. রাফি, মোহাম্মদ ফরহাদ হোসেন, সিরাজ মিয়া,  সুমন, শান্ত খান, আব্দুল মালেক, সুমন হোসেন, রকি ইসলাম, মোহাম্মদ ফাহাদ হোসেন সহ ২০জন। এদের মধ্যে ১০জনের অবস্থায় আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
নিহত তিনজন সিএনজির চালক ও আহতরা বাস ও সিএনজির চালক বলে জানায় ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিন।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে দুইটার দিকে লক্ষ্মীপুর-রামগতিগামী মেঘনা পরিবহন নামে একটি বাস গ্যাস নিতে আসে গ্রীন লাইফ ফিলিং স্টেশনে। এসময় বাসে গ্যাস দেয়ার সময় হঠাৎ বাসের সিলিন্ডার বিস্ফোরন হয়। এতে চারদিকে ধুয়া আচন্ন হয়ে গেলে স্টেশনে থাকা সিএনজি চালকরা ছুটাছুটি  শুরু করেন। এসময় ঘটনাস্থলে মারা যায় সিএনজির তিন চালক। আহত হয় আরো ২০জন।
 
পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার বলেন, আমরা এসে তিনজনের মরদেহ উদ্ধার করেছি। এছাড়া এসে কয়েকজনকে আহত অবস্থায় দেখেছি। বাসের গ্যাস সিলিন্ডারটি নিম্নমানের ছিল। সেজন্যই এমন দুর্ঘটনা ঘটেছে।
 
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক জয়নাল আবেদিন বলেন, হাসপাতালে তিনটি মরদেহ এসেছে। এ ছাড়া আহত অবস্থায় অনেককেই আনা হয়েছে। তাদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। অনেকের হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানান তিনি।
 
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়