শিরোনাম

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৪, ০২:৩৫ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৪, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২ জনের জেল ও জরিমানা

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রা‌মের বাঁশখালীতে অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে ধরে ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার গভীর রা‌তে উপজেলার বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া বটতল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে আটককৃত মোঃ ওবায়েদুর ও আব্দুল মালকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫ লাখ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন  উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) ও এ‌ক্সি‌কিউটিভ ম‌্যা‌জি‌ট্রেট মোঃ জসিম উদ্দিন। 

অভিযানে বালু ভ‌র্তি একটি মাটি বহনকারী ট্রাক জব্দ করা হয়। এ ব‌্যাপা‌রে সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসিম উদ্দিন বলেন, মাটি কাটার ফলে পরিবেশ হুমকির মুখে পড়েছে। তাই মাটি চুরি ও পাহাড় কেটে নষ্ট করার দায়ে অভিযুক্ত দুই ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা ও দুইজনকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। জনস্বার্থে উক্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। বাঁশখালী‌তে অ‌বৈধভা‌বে পাহাড় কাটা এবং বালু উ‌ত্তোলনকা‌রি‌দের তথ‌্য দি‌য়ে প্রশাসনে‌কে সহ‌যো‌গিতা করার আহবান জানান ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়