শিরোনাম

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৪, ১২:০৩ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরগির রোস্ট নিয়ে সংঘর্ষে আহত ১০

মাদারীপুরের শিবচর উপজেলায় বউভাত অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় মুরগির রোস্ট আনতে দেরি হওয়ায় কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে শিবচর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের যাদুয়ারচর গ্রামের ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার দুপুরে যাদুয়ারচর গ্রামের খলিল ব্যাপারীর বউভাতের অনুষ্ঠান ছিল। দুপুর থেকে অনুষ্ঠানে খাবার পরিবেশন শুরু হয়। এ সময় বরপক্ষের আমন্ত্রিত এক অতিথি রোস্ট পাননি জানিয়ে খাবার পরিবেশনকারী ইব্রাহিম মোড়লের কাছে রোস্ট চান। কিন্তু রোস্ট আনতে তার দেরি হয়। এ নিয়ে বরপক্ষের আরেক অতিথি ফারুক মোড়লের সঙ্গে কথা কাটাকাটি হয় ইব্রাহিমের। সেটিকে কেন্দ্র করে বরপক্ষের অতিথিদের সঙ্গে বিয়েবাড়ির লোকজনের সংঘর্ষ বেধে যায়। এতে মো. খোকন, ইসমাইল, বিল্লাল, নুরুন্নবী, হেমায়েত ঢালীসহ অন্তত ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত হেমায়েত ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বরপক্ষের অতিথি ইব্রাহিম ব্যাপারী বলেন, এক অতিথি রোস্ট না পাওয়ায় খাবার পরিবেশনকারীকে আনতে বলেন। কিন্তু তার আনতে দেরি হওয়ায় নিজেই আনতে যান। তখন খাবার পরিবেশনকারীরা তাকে একটু অপেক্ষা করতে বললে কথা-কাটাকাটি হয়। তা থেকে সংঘর্ষ বেধে ১০ জন আহত হন।

শিবচর থানার ওসি মোকতার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা চলছে। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উৎস: ইত্তেফাক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়