শিরোনাম
◈ ১৯০ বন্দীর বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন আরব আমিরাতের মধ্যস্থতায় ◈ সাগরে লঘুচাপ সৃষ্টির শঙ্কা, পরবর্তী ২৪ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে যা জানাগেল ◈ নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার ◈ আ’লীগ নেতাদের কুমিল্লা সীমান্তে বৈঠকের গুঞ্জন ◈ নির্বাচন ব্যবস্থা সংস্কার : সংখ্যানুপাতিক ব্যবস্থা নিয়ে বিতর্ক ◈ নিজ বাসা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা ৪-৫ দিন আগেই মৃত্যু হয়েছে ◈ লালন মেলায় চুরি হওয়া ১৬ মোবাইলসহ যুবক আটক ◈ বেতন গ্রেড না বাড়ালে টিকা নয়, আল্টিমেটাম স্বাস্থ্যকর্মীদের ! ◈ টাঙ্গাইলে পিঁপড়ার ডিমের কেজি ১৫০০ টাকা ◈ ছাত্রলীগ নেতার সঙ্গে ফোনালাপ ফাঁস, রাবি ছাত্রদলের ২ নেতাকে অব্যাহতি

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৪, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি সংখ্যালঘু শব্দটিতে বিশ্বাস করে না, আমরা সবাই বাংলাদেশি : শামা ওবায়েদ

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে হাজার বছর ধরে সবাই ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। বিএনপি সংখ্যালঘু শব্দটিতে বিশ্বাস করে না, বিএনপি বিশ্বাস করে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। 

 শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।  

শামা ওবায়েদ বলেন, আমাদের সবারই সমান অধিকার। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শারদীয় শুভেচ্ছা জানাতে এসেছি। আমার বাবা আজীবন আপনাদের পাশে ছিলেন, আমিও আপনাদের পাশে আছি।  

নগরকান্দা বাজার সার্বজনীন দুর্গা মন্দির, গাংজগদিয়া সার্বজনীন দুর্গা মন্দির, ট্রলার ঘাটা দুর্গা মন্দির, মধ্যে জগদিয়া দুর্গা মন্দির, বালিয়া ডা. রনদা প্রসাদ সাহারবাড়ী দুর্গা মন্দির, চৌমুখা পশ্চিম পাড়া দুর্গা মন্দির, বাউতিপাড়া দুর্গা মন্দির, সোনা খোলা দুর্গা মন্দির, তালমা বাজার দুর্গা মন্দির, কাঠিয়া কালিবাড়ী দুর্গা মন্দির, লস্করদিয়া বাজার সার্বজনীন দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।  

এ সময় তার সঙ্গে ছিলেন- নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নগরকান্দা উপজেলা শাখার সভাপতি ডা. রনদা প্রসাদ সাহা, সাধারণ সম্পাদক গোঁসাই দাস মালো প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়