শিরোনাম

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৪, ১০:০৭ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে মাছ ব্যবাসায়ীর নিকট চাঁদা দাবীর অভিযোগে একজন গ্রেফতার

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে শহিদুল ইসলাম তালুকদার নামের এক মাছ ব্যবসায়ীর নিকট চাঁদা দাবীর অভিযোগে রাকিবুল হাসান (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সে দুপচাঁচিয়া উপজেলার পুর্ব আলোহালী গ্রামের আব্দুল জোব্বারের ছেলে। গত বুধবার (৯ অক্টোবর) রাতে র‌্যাবের সহযোগীতায় আদমদীঘি থানা পুলিশ মুরইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।


পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির মুরইল গ্রামের ছামছুদ্দিন তালুকদারের ছেলে
শহিদুল ইসলাম তালুকদার বিভিন্ন স্থানে ১৯টি পুকুরে মাছচাষ করে আসছেন। গত ১ অক্টোবর
রাত ৮টার দিকে এক মোবাইল ফোন থেকে তার পুকুরের পাহারাদার শামীম হোসেনকে মোবাইল ফোনে ৫০
হাজার টাকা চাঁদা দাবী করেন। চাঁদার টাকা না দিলে পুকুরে ভাল ভাবে মাছচাষ করতে দেয়া হবেনা। পুকুরে
বিষপ্রয়োগে মাছ বিনষ্ট করা হবে।

পাহারাদার বিষয়টি পুকুর মালিক শহিদুল ইসলামকে জানানোর পর তিনি আদমদীঘি থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করলে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব-১২ এর সহযোগীতায় রাকিবুল হাসানকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারি থানার উপ পরিদর্শক নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়