শিরোনাম
◈ ভারতের পর্যটন ভিসা চালু নিয়ে নিয়ে যে তথ্য দিলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা  ◈ দিনেদুপুরে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে রাজধানীতে ১১ লাখ টাকা ছিনতাই (ভিডিও) ◈ পাচারের অর্থ ফেরাতে সরকার কাজ শুরু করেছে: অর্থ উপদেষ্টা ◈ শিক্ষা বোর্ড ঘেরাও: শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ (ভিডিও) ◈ বিদ্যুৎ ও গ্যাসের দাম এখন থেকে সরকার নির্ধারণ করবে না : উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির ◈ সাকিবকে ফেরানোর দাবিতে বিক্ষোভ করতে এসে মার খেলেন তার ভক্তরা (ভিডিও) ◈ দুর্বল ছয়টি ব্যাংককে ১৬৪০ কোটি টাকা ঋণ দিল সবল তিন ব্যাংক ◈ অভিযুক্ত বিচারকদের বিষয়ে উচ্চ আদালতই ব্যবস্থা নেবেন: আসিফ নজরুল ◈ শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান ◈ ইরানে ইসরায়েলের হামলা পরিকল্পনার মার্কিন গোপন নথি ফাঁস, কী আছে নথিতে

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৪, ০৬:০৯ বিকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে ছাত্রজনতার মিছিলে হামলার অভিযোগে দুই আসামী গ্রেপ্তার 

ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিলে হামলার ঘটনায় দুই আসামীকে প্রেপ্তার করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প ও ভৈরব পুলিশের যৌথ একটি দল। বুধবার ৯ অক্টোবর সকালে ভৈরবের পৃথক দুটি স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

প্রেপ্তার দুজন হলেন ভৈরবের কালীপুর গ্রামের এলু মিয়ার ছেলে কবির হোসেন (৫২) ও একই গ্রামের সৈয়দ মিয়ার ছেলে মুরশিদ (৪৫) কে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৯জুলাই দুপুর ২টার দিকে ভৈরবের লক্ষীপুর এলাকায় এবং বিকাল ৪ টার দিকে কমলপুর এলাকায় গ্রেপ্তার দুইজনসহ অন্যান্যরা রামদা,কিরিচ,বল্লম,লোহার রড,হকিষ্টিক, পেট্রোলবোমা,ককটেলসহ বিভিন্ন অস্ত্রনিয়ে ছাত্র জনতার মিছিলে হামলা করে। এ বিষয়ে মামুন মিয়া ও আলম সরকার বাদী হয়ে ভৈরব থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে আজ সকালে ভৈরব ফেরিঘাট থেকে কবির হোসেনকে এবং কালীপুর দক্ষিণ পাড়া এলাকা থেকে মুরশিদকে গ্রেপ্তার করে।
র‍্যাবের স্কোয়াড কমান্ডার মো. শহিদুল্লাহ জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।  পরে তাদেরকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়