শিরোনাম
◈ ভারতের পর্যটন ভিসা চালু নিয়ে নিয়ে যে তথ্য দিলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা  ◈ দিনেদুপুরে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে রাজধানীতে ১১ লাখ টাকা ছিনতাই (ভিডিও) ◈ পাচারের অর্থ ফেরাতে সরকার কাজ শুরু করেছে: অর্থ উপদেষ্টা ◈ শিক্ষা বোর্ড ঘেরাও: শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ (ভিডিও) ◈ বিদ্যুৎ ও গ্যাসের দাম এখন থেকে সরকার নির্ধারণ করবে না : উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির ◈ সাকিবকে ফেরানোর দাবিতে বিক্ষোভ করতে এসে মার খেলেন তার ভক্তরা (ভিডিও) ◈ দুর্বল ছয়টি ব্যাংককে ১৬৪০ কোটি টাকা ঋণ দিল সবল তিন ব্যাংক ◈ অভিযুক্ত বিচারকদের বিষয়ে উচ্চ আদালতই ব্যবস্থা নেবেন: আসিফ নজরুল ◈ শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান ◈ ইরানে ইসরায়েলের হামলা পরিকল্পনার মার্কিন গোপন নথি ফাঁস, কী আছে নথিতে

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৪, ১১:৪৯ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর পৌরসভায় কাজ না করে বেতন নেওয়ায় ৯৯ কর্মচারীকে অব্যাহতি

সনত চক্র বর্ত্তী ফরিদপুর : কাজ না করে প্রতিমাসে বেতন নেওয়ার অভিযোগে ফরিদপুর পৌরসভার মাস্টাররোলে কর্মরত ৯৯ জন কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে।  মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে ফরিদপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বপালনকারী স্থানীয় সরকারের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম এক সভায় এ সিদ্ধান্ত জানান।


এর আগে সরেজমিনে মাস্টাররোলে কর্মরত প্রত্যেক কর্মচারীর কাজের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে পর্যবেক্ষণ করা হয়। এ সময় স্ব স্ব কাজের ক্ষেত্রে ওই ৯৯ জনকে অনুপস্থিত পাওয়া যায়। এ প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেয় ফরিদপুর পৌরসভা।

পৌরসভা সূত্রে জানা গেছে, ফরিদপুর পৌরসভায় মাস্টাররোলে কর্মরত মোট কর্মচারী রয়েছেন ৮৪৫ জন। ৯৯ জনকে অব্যাহতি দেওয়ার পর বর্তমানে মাস্টাররোলে কর্মরত কর্মচারীর সংখ্যা দাঁড়াল ৭৪৬ জনে। অব্যাহতি দেওয়া মাস্টাররোলে কর্মরত এই কর্মচারীদের মাসিক বেতন ছিল তিন থেকে ছয় হাজার টাকা। ৯৯ জনকে অব্যাহতি দেওয়ায় পৌরসভার মাসিক খরচ আনুমানিক পাঁচ লাখ টাকা কমে যাবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর পৌরসভার হিসাবরক্ষক গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, মাস্টাররোলে কাজ করা এই কর্মচারীদের কর্মক্ষেত্রে উপস্থিত না পাওয়ায় পৌর প্রশাসক এ সিদ্ধান্ত নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়