শিরোনাম
◈ ভারতের পর্যটন ভিসা চালু নিয়ে নিয়ে যে তথ্য দিলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা  ◈ দিনেদুপুরে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে রাজধানীতে ১১ লাখ টাকা ছিনতাই (ভিডিও) ◈ পাচারের অর্থ ফেরাতে সরকার কাজ শুরু করেছে: অর্থ উপদেষ্টা ◈ শিক্ষা বোর্ড ঘেরাও: শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ (ভিডিও) ◈ বিদ্যুৎ ও গ্যাসের দাম এখন থেকে সরকার নির্ধারণ করবে না : উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির ◈ সাকিবকে ফেরানোর দাবিতে বিক্ষোভ করতে এসে মার খেলেন তার ভক্তরা (ভিডিও) ◈ দুর্বল ছয়টি ব্যাংককে ১৬৪০ কোটি টাকা ঋণ দিল সবল তিন ব্যাংক ◈ অভিযুক্ত বিচারকদের বিষয়ে উচ্চ আদালতই ব্যবস্থা নেবেন: আসিফ নজরুল ◈ শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান ◈ ইরানে ইসরায়েলের হামলা পরিকল্পনার মার্কিন গোপন নথি ফাঁস, কী আছে নথিতে

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৪, ১১:১৭ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চান্দিনায় চোখে মুখে মরিচের গুড়া ছিটিয়ে-কুপিয়ে জখম

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লার চান্দিনায় চোখে-মুখে মরিচের গুড়া ছিটিয়ে মো. নরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সে উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের হাজী বাড়ির মৃত রহমত আলীর ছেলে। সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর বাজারে ওই ঘটনা ঘটে। 

স্থানীয়রা তাকে প্রথমে কুমিল্লা মেডিকেলে এবং অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। আহত নুরুল ইসলামের বড় ভাই তাজুল ইসলাম বলেন- সোমবার রাতে ১৫-১৬ জন মুখোশধারী সন্ত্রাসী রামদা-ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার ঘাড়, মাথা, দুইটি পা, দুইটি হাত পেটসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। বর্তমানে সে ঢাকায় মোহাম্মদপুর এলাকার একটি প্রাইভেট হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় তারা মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

এদিকে আহত নুরুল ইসলামকে মাইজখার ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল এর কর্মী বলে দাবি করেন চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভুঁইয়া।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা তদন্ত করে এসেছে। পূর্ব শত্রæতার জের ধরে ওই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এজাহার প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়