শিরোনাম
◈ শেখ হাসিনাকে ফেরাতে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন আসেনি ◈ মধ্যরাতে উত্তাল ঢাকা কলেজ, বিক্ষোভ মিছিল কর্মসূচি করেছেন সাধারণ শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান গ্রেফতার ◈ হরিণ শিকারের কারণেই বিষ্ণোই হয়ে উঠেছেন সালমান খানের প্রধান শত্রু ◈ বিএনপির নীতিনির্ধারকরা আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে দ্বিধাবিভক্ত (ভিডিও) ◈ বেনাপোলে জোড়া খুনে ৪ ভাইসহ পাঁচজনের যাবজ্জীবন ◈ শেখ হাসিনা আর রাজনীতি করার জন্য দেশে ফিরতে পারবে না: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ‘ষড়যন্ত্র এখনও শেষ হয় নাই, ভোটের কোনো নিশানা কিন্তু দেখি না’ (ভিডিও) ◈ ঘূর্ণিঝড় ‘ডানা’ সম্ভাব্য যেসব উপকূলে আঘাত হানতে পারে ◈ বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের (ভিডিও)

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৪, ০২:২১ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জের সিংগাইরে শাশুড়িকে হত্যার পর সিন্দুকে ভরে রাখলেন ছেলের বউ

মানিকগঞ্জের সিংগাইরে শাশুড়িকে হত্যা করে সিন্দুকে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে রুনা বেগম নামে এক নারীর বিরুদ্ধে। পরে প্রতিবেশীরা মরদেহ দেখতে পেয়ে ছেলের বউ ও তার মাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিংগাইর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নয়াডিঙ্গী এলাকার নিহতের ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হায়াতুন নেছা সিঙ্গাইর পৌর এলাকার নয়াডাঙ্গি গ্রামের মাহামুদ কাজীর স্ত্রী। আটক দুজন হলেন, ছেলের বউ রুনা বেগম ও তার মা (নিহতের ছেলের শাশুড়ি)।

স্থানীয়রা জানান, সিংগাইর পৌরসভার নয়াডাঙ্গী গ্রামের প্রবাসী আব্দুল খালেকের মা ও তার ছেলের বউ রুনা বেগম একই বাড়িতে বসবাস করতেন। মাঝে মধ্যে ছেলের বউ রুনা তার শাশুড়িকে না জানিয়ে বাড়ির বাইরে ঘুরতে বের হতেন। এ নিয়ে শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় দুজনের মধ্যে ঝগড়া হয়। রাতে রুনা তার শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যা করে সিন্দুকের ভেতরে মরদেহ লুকিয়ে রাখে।

রোববার সকালে রুনা বাড়ি থেকে তার নানির বাড়ি চলে যায়। এদিকে বাড়িতে কোনো সারাশব্দ না পেয়ে প্রতিবেশীরা হায়াতুন নেছাকে খোঁজাখুঁজি করতে থাকে। সন্ধ্যার দিকে রুনা তার মাকে নিয়ে শ্বশুরবাড়িতে আসলে আত্মীয়-স্বজনরা জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তাকে হত্যা করে মরদেহ সিন্দুকের ভেতর লুকিয়ে রেখেছে বলে জানায়। পরে পুলিশকে জানালে সিন্দুকের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছেলের বউ রুনা ও তার মাকে আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হায়াতুন নেছাকে হত্যা করা হয়ে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়