শিরোনাম
◈ বাংলাদেশ থেকে রফতানি কমেছে, ভারত থেকে আমদানি কমেনি ◈ রাজু ভাস্কর্যে নারী প্রতিকৃতির মাথায় ‘হিজাব’, সংশ্লিষ্টদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন ◈ শেখ হাসিনাকে ফেরাতে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন আসেনি ◈ মধ্যরাতে উত্তাল ঢাকা কলেজ, বিক্ষোভ মিছিল কর্মসূচি করেছেন সাধারণ শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান গ্রেফতার ◈ হরিণ শিকারের কারণেই বিষ্ণোই হয়ে উঠেছেন সালমান খানের প্রধান শত্রু ◈ বিএনপির নীতিনির্ধারকরা আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে দ্বিধাবিভক্ত (ভিডিও) ◈ বেনাপোলে জোড়া খুনে ৪ ভাইসহ পাঁচজনের যাবজ্জীবন ◈ শেখ হাসিনা আর রাজনীতি করার জন্য দেশে ফিরতে পারবে না: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ‘ষড়যন্ত্র এখনও শেষ হয় নাই, ভোটের কোনো নিশানা কিন্তু দেখি না’ (ভিডিও)

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৪, ০৯:৫৫ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০২৪, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিবগঞ্জে ৪২টি ভারতীয় মোবাইলফোনসহ দুইজন আটক

আসাদুল্লাহ গালিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চোরাইপথে আনা ৪২টি ভারতীয় মোবাইলফোনসহ দুইজনকে আটক করেছে বিজিবি।  রবিবার দুপুরে শিবগঞ্জ  উপজেলার মনাকষা ইউনিয়নের শাহজাহানপুর গ্রামে অভিযান চালিয়ে মোবাইলসহ তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহজাহানপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে মো. নাফিউল্লা (২৩) ও  মো. মনিরুল ইসলামের ছেলে মো. ফয়সাল (২২)। 


৫৩ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শিংনগর বিওপির একটি বিশেষ টহলদল শাহজাহানপুর গ্রামে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নাফিউল্লা ও ফয়সাল ভারত থেকে অবৈধভাবে মোবাইলফোন এনে বাড়িতে লুকিয়ে রেখেছে। পরে তাদের বাড়ি তল্লাশি করে অবৈধ চোরাচালানকৃত ৪২ টি ভারতীয় মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেলসহ নাফিউল্লা ও ফয়সালকে আটক করা হয় । 


ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,  ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ আটককৃতদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়