শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রসহ ৩ দেশের রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ◈ রাষ্ট্রপতি যখন সংসদ ভেঙে দিয়েছেন, তখনই প্রধানমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত হয়ে গেছে: ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ◈ শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য মিথ্যাচার: আসিফ নজরুল (ভিডিও) ◈ হাসিনাকে উৎখাত করা হয়েছে, এখানে পদত্যাগপত্রের কোন ভূমিকা নেই: হাসনাত আব্দুল্লাহ ◈ আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগ নেতাদের বিক্ষোভ ◈ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে একই পরিবারের ৩ জনকে হত্যা ◈ ফের রাজপথে নামার হুঁশিয়ারি সারজিসের ◈ টাঙ্গাইলের ছানোয়ার বছরে কফি উৎপাদন করেন ১ টন, রয়েছে অন্যান্য সবজিও ◈ পেনাল্টি ছাড়া রোনালদো থেকে মেসির গোল বেশি ◈ ইমার্জিং এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হেরে গোলো বাংলাদেশ

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৪, ০২:৫৪ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২৪, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন: ৩৬ নাবিক উদ্ধার, নিখোঁজ ১৪ (ভিডিও)

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন তেলবাহী 'বাংলার সৌরভ' নামের জাহাজে আগুন লেগেছে। এক সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় তেলবাহী দ্বিতীয় জাহাজে আগুন লাগার ঘটনা এটি।

এ ঘটনায় ৩৬ নাবিককে উদ্ধার করা হয়েছে, এখনো ১৪ নাবিক নিখোঁজ।

নাম প্রকাশে অনিচ্ছুক কোস্টগার্ড পূর্বাঞ্চলের এক স্টাফ অফিসার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে বাংলার সৌরভে আগুন লাগে। খবর পাওয়া মাত্রই ওই এলাকায় টহলরত কোস্টগার্ডের স্পিডবোট "মেটাল শার্ক"-কে সেখানে পাঠানো হয়।'

আগুন নেভাতে ইতোমধ্যে কোস্টগার্ডের ফায়ার ফাইটিং (টাগবোট) "প্রমত্ত" রওনা দিয়েছে বলেও জানান তিনি।

কোস্টগার্ড পূর্বাঞ্চলের ক্যাপ্টেন মো. জহিরুল হক ডেইলি স্টারকে বলেন, 'এখন পর্যন্ত ৩৬ নাবিককে উদ্ধার করা হয়েছে। জাহাজে মোট ৫০ জন নাবিক ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে ১৪ জন নাবিক সাগরে ঝাঁপিয়ে পড়েন। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।'

তিনি আরও বলেন, 'সাগরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে তেল নিয়ে বন্দরে ফিরছিল বাংলার সৌরভ। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।'

বর্তমানে সেখানে কোস্টগার্ডের চারটি স্পিডবোট উদ্ধার অভিযান চলাচ্ছে বলেও জানান জহিরুল হক।

উল্লেখ্য, বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন 'বাংলার জ্যোতি' ও 'বাংলার সৌরভ' নামে তেলবাহী দুটি জাহাজ রয়েছে। এগুলো সাগরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে তেল নিয়ে বন্দরে পৌঁছানোর কাজ করে।

গত ৩০ সেপ্টেম্বর সকাল পৌনে ১১টার দিকে বন্দরের ডলফিন জেটিতে 'বাংলার জ্যোতি'-তে বিস্ফোরণের পর আগুন লাগে। এ ঘটনায় তিন জন মারা যান। উৎস: ডেইলিস্টার বাংলা  ও সময়নিউজটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়