শিরোনাম
◈ লেবানন থেকে প্রথম ধাপে দেশে ফিরলেন ৫৪ বাংলাদেশি ◈ পাস করানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ ১ থেকে ১৯ নভেম্বর এয়ার ইন্ডিয়া বিমানে চড়বেন না! ফের হুমকি খলিস্তানি নেতা পন্নুনের ◈ শেখ হাসিনার পদত্যাগ মীমাংসিত বিষয়, বিতর্ক সৃষ্টি না করার আহ্বান রাষ্ট্রপতির ◈ অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে ডাচ  সরকারের কারিগরি সহায়তার প্রতিশ্রুতি  ◈ অজ্ঞাতস্থান থেকে ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারির বিবৃতি, যা বললেন ◈ মধ্যপ্রাচ্যে পরিবর্তনের হাওয়া: সৌদিকে পর্যবেক্ষক রেখে ইরান-রাশিয়া-ওমান যৌথ নৌ-মহড়া ◈ ২০২৫ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, বাড়ল ঈদ-পূজার ছুটি ◈ শেখ হাসিনার পদত্যাগ ইস্যু নিয়ে ফের বিতর্ক ◈ বাবাকে মাহমুদুর রহমান নামে দাফন করিনি: হারিছ চৌধুরীর মেয়ে

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৪, ০৬:৪০ বিকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

শাহজাদা ইমরান স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে মো. সানজিদ (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা গুণবতী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত সানজিদ উপজেলার গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামের মো. খালেদ হোসেনের ছেলে। তিনি গুণবতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। বিকেলে গুণবতী রেলস্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সানজিদের ফুপা মাস্টার মিলন হোসেন বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে গুণবতী রেলস্টেশনের গোডাউনের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন সানজিদ। পথিমধ্যে গুণবতী রেলস্টেশনে (৪নং লেনে) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে থাকতে দেখে বিপরীত দিকে না দেখেই রেললাইনের ওপর দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় (স্টেশনের ২নং লেন) চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের দ্রুতগতির অপর একটি ট্রেনের মুখে পড়ে যায় সানজিদ।


গুণবতী রেলস্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ১০টা ৪৪ মিনিটে গুণবতী রেলস্টেশনে ৪নং লেনে অবতরণ করে ১০টা ৪৬ মিনিটে ছেড়ে যায়। অপরদিকে চট্টগ্রামগামী সোনার বলা এক্সপ্রেস ১০টা ৪৭ মিনিটে স্টেশনের ২নং লেন দিয়ে অতিক্রম করছিল। এ সময় স্টেশন থেকে একটু দূরে সানজিদ নামে এক ছেলে কাটা পড়ে নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা লাশ নিয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়