শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রসহ ৩ দেশের রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ◈ রাষ্ট্রপতি যখন সংসদ ভেঙে দিয়েছেন, তখনই প্রধানমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত হয়ে গেছে: ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ◈ শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য মিথ্যাচার: আসিফ নজরুল (ভিডিও) ◈ হাসিনাকে উৎখাত করা হয়েছে, এখানে পদত্যাগপত্রের কোন ভূমিকা নেই: হাসনাত আব্দুল্লাহ ◈ আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগ নেতাদের বিক্ষোভ ◈ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে একই পরিবারের ৩ জনকে হত্যা ◈ টাঙ্গাইলের ছানোয়ার বছরে কফি উৎপাদন করেন ১ টন, রয়েছে অন্যান্য সবজিও ◈ পেনাল্টি ছাড়া রোনালদো থেকে মেসির গোল বেশি ◈ ইমার্জিং এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হেরে গোলো বাংলাদেশ ◈ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নারী বিশ্বকাপে নিউজিল্যান্ড প্রথমবার চ্যাম্পিয়ন 

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৪, ০৬:৪০ বিকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

শাহজাদা ইমরান স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে মো. সানজিদ (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা গুণবতী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত সানজিদ উপজেলার গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামের মো. খালেদ হোসেনের ছেলে। তিনি গুণবতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। বিকেলে গুণবতী রেলস্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সানজিদের ফুপা মাস্টার মিলন হোসেন বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে গুণবতী রেলস্টেশনের গোডাউনের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন সানজিদ। পথিমধ্যে গুণবতী রেলস্টেশনে (৪নং লেনে) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে থাকতে দেখে বিপরীত দিকে না দেখেই রেললাইনের ওপর দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় (স্টেশনের ২নং লেন) চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের দ্রুতগতির অপর একটি ট্রেনের মুখে পড়ে যায় সানজিদ।


গুণবতী রেলস্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ১০টা ৪৪ মিনিটে গুণবতী রেলস্টেশনে ৪নং লেনে অবতরণ করে ১০টা ৪৬ মিনিটে ছেড়ে যায়। অপরদিকে চট্টগ্রামগামী সোনার বলা এক্সপ্রেস ১০টা ৪৭ মিনিটে স্টেশনের ২নং লেন দিয়ে অতিক্রম করছিল। এ সময় স্টেশন থেকে একটু দূরে সানজিদ নামে এক ছেলে কাটা পড়ে নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা লাশ নিয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়