শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রসহ ৩ দেশের রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ◈ রাষ্ট্রপতি যখন সংসদ ভেঙে দিয়েছেন, তখনই প্রধানমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত হয়ে গেছে: ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ◈ শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য মিথ্যাচার: আসিফ নজরুল (ভিডিও) ◈ হাসিনাকে উৎখাত করা হয়েছে, এখানে পদত্যাগপত্রের কোন ভূমিকা নেই: হাসনাত আব্দুল্লাহ ◈ আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগ নেতাদের বিক্ষোভ ◈ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে একই পরিবারের ৩ জনকে হত্যা ◈ টাঙ্গাইলের ছানোয়ার বছরে কফি উৎপাদন করেন ১ টন, রয়েছে অন্যান্য সবজিও ◈ পেনাল্টি ছাড়া রোনালদো থেকে মেসির গোল বেশি ◈ ইমার্জিং এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হেরে গোলো বাংলাদেশ ◈ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নারী বিশ্বকাপে নিউজিল্যান্ড প্রথমবার চ্যাম্পিয়ন 

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৪, ০৬:৩৭ বিকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষকের সবজি খেতের সাথে এ কেমন শত্রুতা!

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় এক কৃষকের সবজি খেতের পাঁচ শতাধিক গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের আঁধারে উপজেলার লতাচাপলী ইউনিয়নের মিশ্রীপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীরের সবজি খেতে এ ঘটানা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক জানান, প্রতিদিনের মত তিনি খেত পরিচর্চা করে রাতে বড়িতে ফেরেন। সকালে দেখেতে পায় তার পুরো খেতের গাছ কেটে ফেলা হয়েছে। সে প্রায় ৫০ শতাংশ জমিতে লাউ, চিচিঙ্গা, শসা,পুইশাকসহ বিভিন্ন প্রজাতির সবজি চাষ করেছেন। এতে কমপক্ষে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে কে বা কারা এ কান্ড ঘটিয়েছে তা তিনি বলতে পারেনি।

স্থানীয় ইউপি সদস্য শওকত আকন বলেন, বিষয়টি আমাকে জানিয়েছে ক্ষতিগ্রস্থ ওই কৃষক। আমি থানা পুলিশ ও উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করতে বলেছি। যারা এ কাজটি করেছে, তারা ঘৃণিত কাজ করেছে। এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসাইন বলেন, বিষয়টি আমাকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষককে সরকারি সহায়তা প্রদান করার তিনি আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়