শিরোনাম
◈ শেখ রুবেলের দাবি, ভারতের মাটিতে প্রবাসী সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ (ভিডিও) ◈ হাসিনার পদত্যাগপত্র নিয়ে নতুন তথ্য দিলেন উপদেষ্টা আসিফ ◈ ৪৫ মিনিটে দেশ ছেড়ে পালিয়ে যাওয়াটাই শেখ হাসিনার পদত্যাগপত্র : মেজর হাফিজ ◈ অন্ধকারে ব্যাটাররা, তাইজুলের ৫ উইকেটে লড়াইয়ে বাংলাদেশ ◈ ট্রাফিক ব্যবস্থাপনায় থাকবে শিক্ষার্থীরা, পাবেন সম্মানী ◈ নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহীনুর মিয়া গ্রেপ্তার ◈ বিএনপির দুই গ্রুপ একইস্থানে সমাবেশ ডাকায় পাবনায় ১৪৪ ধারা জারি ◈ বেনাপোল বন্দরে ৫ শতাংশ শুল্কায়নে আমদানিকৃত ডিম খালাস ◈ যুক্তরাষ্ট্রসহ ৩ দেশের রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ◈ রাষ্ট্রপতি যখন সংসদ ভেঙে দিয়েছেন, তখনই প্রধানমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত হয়ে গেছে: ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৪, ০৬:২৩ বিকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২৪, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানা 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ফসলি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু'জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী এলাকায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিচুর রহমান বালী। এসময় পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা দুই ব্যক্তি হলেন- গোপালগঞ্জের কাশিয়ানীর নজরুল শেখের ছেলে সজীব শেখ (২০) ও একই এলাকার নাজির শেখের ছেলে এলাহী শেখ (৩০)।

এছাড়াও উপজেলার আরও তিনটি স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিচুর রহমান বালী বলেন, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে দু'জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উপজেলার আরও কয়েকটি জায়গায়ও অভিযান চালানো হয়, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।

অবৈধ ড্রেজারের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ ইউএনও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়