শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রসহ ৩ দেশের রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ◈ রাষ্ট্রপতি যখন সংসদ ভেঙে দিয়েছেন, তখনই প্রধানমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত হয়ে গেছে: ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ◈ শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য মিথ্যাচার: আসিফ নজরুল (ভিডিও) ◈ হাসিনাকে উৎখাত করা হয়েছে, এখানে পদত্যাগপত্রের কোন ভূমিকা নেই: হাসনাত আব্দুল্লাহ ◈ আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগ নেতাদের বিক্ষোভ ◈ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে একই পরিবারের ৩ জনকে হত্যা ◈ ফের রাজপথে নামার হুঁশিয়ারি সারজিসের ◈ টাঙ্গাইলের ছানোয়ার বছরে কফি উৎপাদন করেন ১ টন, রয়েছে অন্যান্য সবজিও ◈ পেনাল্টি ছাড়া রোনালদো থেকে মেসির গোল বেশি ◈ ইমার্জিং এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হেরে গোলো বাংলাদেশ

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৪, ১২:২৪ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতলক্ষ্যায় বিলুপ্তির পথে দেশীয় রাণী মাছ

মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি-নরসিংদীর পলাশে মিঠা পানি উৎস্থল শীতলক্ষ্যা নদী ও খাল-বিলে বিভিন্ন জাতের মাছ ধরা পড়লেও দেশীয় প্রজাতির রাণী
মাছের দেখা পাওয়া যাচ্ছে না। দেশীয় প্রজাতির বিভিন্ন জাতের মাছের সঙ্গে রাণী মাছের বংশ একেবারে বিলুপ্তি হতে চলেছে। বিশেষ করে আষাঢ় মাসের শেষে ও কার্তিক মাসে শীতলক্ষ্যা ও আশপাশের বিভিন্ন জলাশয়ে অন্যান্য দেশীয় মাছের সাথে রাণী মাছ ধরা পড়তো।

বিগত কয়েক বছর যাবৎ এ মাছের খুব একটা দেখা পাওয়া যাচ্ছেনা। এ বছর অন্যান্য বছরের চেয়ে রাণী মাছ একেবারেই কম পাওয়া যাচ্ছে। সরেজমিনে শীতলক্ষ্যা নদীর পাড়জুড়ে বিভিন্ন হাট বাজারে গিয়ে মৎস্যজীবিদের সাথে কথা বলে যানা যায়, আগামীতে এ প্রজাতির মাছ একেবারেই না পাওয়ারই সম্ভাবনা আছে। এ জাতীয় মাছের বংশ বিস্তার বা রক্ষার লক্ষ্যে মৎস্য বিভাগের কোনো উদ্যোগ নেই। যার ফলে মিঠাপানির অতি পরিচিত প্রজাতির রাণী মাছ আজ বিলুপ্তি হওয়ার পথে।

তাছাড়া মুখ রোচক মাছের মধ্যে চিতল, বোয়াল, বেলে, বাটা, চাপিলা, চিংড়ি, বাইম, ছোট চান্দা ও কেচকি মাছও এখন নদীতে মিলছেনা। যদিও শীতলক্ষ্যার এইসব মাছ বিলুপ্তির প্রধান কারন হচ্ছে শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য। প্রবীন সাংবাদিক বোরহান মেহেদী বলেন,দুই যুগ আগেও এ সময়ে বিভিন্ন হাটবাজারে রাণী মাছের ব্যাপক বেচা-কেনা ছিলো। ধীরে ধীরে এ প্রজাতির মাছের সংখ্যা কমতে থাকায় অতি পরিচিত রাণী মাছ আজ অনেকটা হারিয়ে যাচ্ছে। সরকারিভাবে উদ্যোগ নেয়া হলে শীতলক্ষ্যাসহ আশপাশের জলাশয়গুলো আবারো অতীতের ন্যায় রাণী মাছ ভরে উঠবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়