শিরোনাম
◈ রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মশাল মিছিল (ভিডিও) ◈ শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি অসত্য বলেননি: মানবজমিন সম্পাদক ◈ দিল্লি থেকে মীরাটের সেনানিবাসে শেখ হাসিনা? ◈ লেবানন থেকে প্রথম ধাপে দেশে ফিরলেন ৫৪ বাংলাদেশি ◈ পাস করানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ ১ থেকে ১৯ নভেম্বর এয়ার ইন্ডিয়া বিমানে চড়বেন না! ফের হুমকি খলিস্তানি নেতা পন্নুনের ◈ শেখ হাসিনার পদত্যাগ মীমাংসিত বিষয়, বিতর্ক সৃষ্টি না করার আহ্বান রাষ্ট্রপতির ◈ অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে ডাচ  সরকারের কারিগরি সহায়তার প্রতিশ্রুতি  ◈ অজ্ঞাতস্থান থেকে ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারির বিবৃতি, যা বললেন ◈ মধ্যপ্রাচ্যে পরিবর্তনের হাওয়া: সৌদিকে পর্যবেক্ষক রেখে ইরান-রাশিয়া-ওমান যৌথ নৌ-মহড়া

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৪, ০৬:০৩ বিকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২৪, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাণীশংকৈলে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করলো এলাকাবাসী

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হোসেনগাঁও দাখিল মাদ্রাসার সামনে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে এলাকাবাসী। গত (২' অক্টোবর) বুধবার রাতে হোসেনগাঁও দাখিল মাদ্রাসার সামনে দিয়ে একটি ভ্যান যোগে বস্তায় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে ভ্যানটিকে আটক করে। 

পরে বস্তা ভর্তি প্যারেক মারা বাঁশের লাঠি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, অস্ত্র উদ্ধারের সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায়।


এ বিষয়ে হোসেনগাঁও গ্রামের সহকারী শিক্ষক মোবারক হোসেন জানান,  প্রতিটি বাঁশের লাঠিতে একপাশে ৭/৮ টি করে লোহার প্যারেক ঢুকানো রয়েছে। বড় ধরনের একটি গণ্ডগোল করানোর উদ্দেশ্যে কে বা কাহারা অস্ত্র গুলো তৈরি করে নিয়ে আসছিল। পথি মধ্যে এলাকাবাসীরা ভ্যান চালক ও তার সাথে থাকা আরো একজনকে আটক করে। পরে আজ বৃহস্পতিবার সকালে তাদের পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা বলেন, এলাকাবাসীরা অস্ত্র গুলো উদ্ধার করে আজ সকালে থানায় নিয়ে আসে। এলাকাবাসীর পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়