শিরোনাম
◈ মধ্যরাতে গ্রেফতার ব্যারিস্টার সুমন (ভিডিও) ◈ অক্টোবরেও ঊর্ধ্বমুখী  রেমিট্যান্সের গতি ◈ বাতিল হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প  ◈ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ◈ ‘আমি কোন দলকে নিষিদ্ধ করার পক্ষে নিই’: (ভিডিও) ◈ ফিল্মি স্টাইলে প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগ কর্মীকে হত্যা (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নে যা বলেছিলেন সুপ্রিম কোর্ট ◈ রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মশাল মিছিল (ভিডিও) ◈ শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি অসত্য বলেননি: মানবজমিন সম্পাদক (ভিডিও) ◈ দিল্লি থেকে মীরাটের সেনানিবাসে শেখ হাসিনা?

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ১২:০০ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাফনদীর মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশী আহত

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদীর সীমান্তে মিয়ানমারের লালচরে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি ওমর ফারুক নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন।  আহত ওমর ফারুক (১৮) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়া এলাকার মো. ইলিয়াসের ছেলে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০ টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং পয়েন্টের ওপারে মিয়ানমারের সীমান্তের নাফনদীর সংলগ্ন লালচরে এ ঘটনা ঘটে।

সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০ টার দিকে অবৈধ ভাবে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে নাফনদী সংলগ্ন লালচরে হোয়াইক্যং উত্তরপাড়া গ্রামের ওমর ফারুক খাদ্য ফল (আনার ঘোলা) আনতে মিয়ানমার সীমান্তে লালচরে প্রবেশ করলে সেখানে পুতে রাখা মাইন বিস্ফোরণে তার ডান পায়ে লেগে গুরুতর আহত হয়েছেন।

চেয়ারম্যান আরও বলেন, পরবর্তীতে বিষয়টি ভিকটিমের পরিবারের সদস্যরা জানলে সেখান থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। এব্যাপারে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ জানান, আহত যুবক মিয়ানমার অংশ চলে গিয়েছিল। ফলে মিয়ানমারের পূঁতে রাখা মাইন বিষ্ফোরণে আহত হন

  • সর্বশেষ
  • জনপ্রিয়