শিরোনাম
◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ ◈ মে ও জুন মা‌সে দশটি আন্তর্জা‌তিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৩২ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগৈলঝাড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরুন কুমার বাড়ৈ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিল ও মাদক বিক্রির টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। 

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, রোববার রাতে মাদক কেনা বেঁচার গোপন সংবাদ পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ ও সেনাবাহিনীর সার্জেন্ট মো. হাসানুর ইসলাম এর নেতৃত্বে যৌথ অভিযানে কালুপাড়া এলাকার রাজ্জাক সরদারের ভাড়াটিয়া মৃত মতি সরদারের ছেলে আলিম সরদারের বাসায় অভিযান চালায়। এসময় অভিযানের টের পেয়ে আলিম সরদার, তার স্ত্রী রোকসনা বেগম, ছেলে নাফিজ ইসলাম, ছোট ছেলে পিয়াল সরদার পালিয়ে যায়। অভিযানের সময় ঘরে থাকা চার বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৩৩ হাজার ২ শত ৯০ উদ্ধার করা হয়। এঘটনায় ঘরে থাকা আলিমের ছেলে নাফিজ ইসলামের স্ত্রী মেঘা বিশ্বাসকে গ্রেপ্তার থানায় নিয়ে যাওয়া হয়।

আগৈলঝাড়া থানার এসআই শফিকুল ইসলাম বাদী অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। গতকাল সোমবার সকালে নারী মাদক ব্যবসায়ী মেঘা বিশ্বাসকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। বাকি ৪ পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানানএসআই শফিকুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়