শিরোনাম
◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ ◈ মে ও জুন মা‌সে দশটি আন্তর্জা‌তিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২৬ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে কলেজের নিয়োগে স্বেরাচারীতা ও অর্থ আত্মসাতের অভিযোগ

এন এ মুরাদ, মুরাদনগর : কুমিল্লার মুরাদনগর উপজেলার কোড়ের পাড় আদর্শ কলেজের অধ্যক্ষ ও তাঁর সহযোগীর বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ নিয়োগে স্বেচ্ছাচারীতার  অভিযোগ।  
রোবার দিনব্যাপী শিক্ষার্থীরা  ক্লাশ বর্জন করে দুই শিক্ষকের অপসারণের দাবিতে করেছেন  আন্দোলন । এমতাবস্হায় মুখ থোবড়ে পড়েছে কলেজের চলমান পরীক্ষা ও শিক্ষাব্যবস্থা। 

জানা যায়, অর্থ আত্মসাৎ, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও শিক্ষাবিরোধী কর্মকান্ডের অভিযোগে অধ্যক্ষ মনিরুল ইসলাম সরকার ও সহযোগী হিসেবে অধ্যাপক আব্দুর রশিদকে অপসারনে জন্য উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর কাছে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। 

অভিযোগ রয়েছে, অধ্যক্ষ মনিরুল হক সরকার ও তার সহযোগী অধ্যাপক আব্দুর রশিদ দীর্ঘদিন যাবত নিয়মবহির্ভূত  পন্থায়  কলেজের অর্থ আত্মসাৎ ও  নিয়োগের স্বেচ্ছাচারিতা সাথে জড়িত।  এছাড়াও অধ্যক্ষ সরকারের সংশ্লিষ্ট বিভাগ ( মাউশি) কর্তৃক নির্ধারিত ফি হতে অতিরিক্ত টাকা ছাত্র-ছাত্রীদের নিকট হতে জোরপূর্বক আদায় করতেন। 
চলতি বছরে দ্বাদশ শ্রেণীর ভর্তি ফি ১৫০০ টাকা নির্ধারিত করা হলেও শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছে আড়াই হাজার টাকা। 

২০১৬ সালে অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ হলে বিষয়টি  তদন্তে দুর্নীতি সাব্যস্ত হলেও   তৎকালীন সরকারদলীয় এমপি’র হস্তক্ষেপে তিনি রক্ষাপান। 
কলেজটিতে আইসিটি ল্যাব থাকলেও একদিনের জন্য আইসিটি ল্যাবের ক্লাশ না করিয়ে ব্যবহারিক পরীক্ষায়  ৫ শত টাকার  বিনিময়ে ২৫ নাম্বারের নিশ্চয়তা দিয়ে থাকেন।  

এ বিষয়ে কোড়ের পাড় আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মনিরুল হক সরকার বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ বানানো। বর্তমানে কলেজের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে যে ব্যবস্থা গ্রহন করা হবে তা আমি মেনে নেব। মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন বলেন, অভিযোগের বিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়