শিরোনাম
◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ ◈ মে ও জুন মা‌সে দশটি আন্তর্জা‌তিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৪ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে সুগার মিলের পুকুর থেকে অবসরপ্রাপ্ত শ্রমিকের লাশ উদ্ধার 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি; ঝিনাইদহ জেলার  কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদের লাশ উদ্ধার হয়েছে মোবারকগঞ্জ চিনিকলের একটি পুকুর থেকে। নিহত হামিদ হলেন , মোচিক কারখানার বিদ্যুৎ শাখার অবসরপ্রাপ্ত শ্রমিক ও বিদ্যুৎ শাখার কর্মরত নাহিদ ইসলাম নামের এক কর্মচারীর মামা।

চাকুরির সুত্রে  নিহত হামিদ দির্ঘদিন ধরে  মোচিক মিল কলোনিতে বাসা নিয়ে  তার ভাগ্নে বিদ্যুৎ বিভাগের  শ্রমিক নাহিদ ইসলামের সাথে থাকতো।  জানাগেছে,  মোবারকগঞ্জ চিনিকলের  টিনসেড ব্যারাকের উত্তর পাশের পুকুরে সোমবার ভোরে একটি  লাশ ভাসতে দেখা যায়। মিল কলোনি বাসির ধারণা লাশটি হামিদের।তাঁরা জানান নিহত হামিদ  মৃগীরোগী ও মানসিক ভারসাম্যহীন ছিল তাই  তার এমন ভাবে  মৃত্যু হতে পারে । 

তার আত্মীয় স্বজনরা জানান,  গতকাল রোববার  বিকাল থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজি করার পর আজ ভোর সকালে পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়।
এব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আজিফ আলী জানান, পুলিশ ঘটনাস্থানে গিয়ে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ

  • সর্বশেষ
  • জনপ্রিয়