শিরোনাম
◈ লন্ডনে আলিশান বাড়িতেই আছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, আমিরাতে আরও ৩০০ বাড়ির সন্ধান (ভিডিও) ◈ গাজাফেরত অনেক ইসরায়েলি সেনা আত্মহত্যা করছেন, ভুগছেন অবসাদে: সিএনএন-এর প্রতিবেদন ◈ বদলে গেল ট্রাস্ট ব্যাংকের নাম ◈ ২৫২ জন এসআইকে অব্যাহতি, ২০ বছর পর হলেও চাকরি ফেরত পাবেন তারা : আশরাফুল খোকন ◈ হাফ ভাড়া নিয়ে বিতণ্ডা, ৩০ বাস আটকালো ঢাকা কলেজ শিক্ষার্থীরা ◈ শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গ নতুন করে তোলা সন্দেহজনক : নজরুল ইসলাম খান ◈ যে কারণে ২৫২ এসআইকে অব্যাহতি দেয়া হল, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ রাষ্ট্রপতির পদত‍্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে আন্দোলনকারীরা (ভিডিও) ◈ সাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত ◈ ব্যারিস্টার সুমন আইনজীবীদের কাছে ক্ষমা চেয়ে যা বললেন

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৩৩ বিকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জের ধোপাজান নদীতে বালিপাথর লুটতরাজ বন্ধের দাবীতে বিক্ষোভ

আল-হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে বালিপাথর লুটতরাজ ও নদীর পাড় কাটা বন্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা সদরের টাফিক পয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক এনডি উছমান গনী‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন জেলা কমিটির সভাপতি এ কে এম আবু নাছার আহমদ,সহ সভাপতি সাইফুল আলম ছদরুল, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ফজলুল করিম সাঈদ,সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বাসস প্রতিনিধি আল হেলাল,দৈনিক ইনকিলাব প্রতিনিধি হাসান চৌধুরী,যাদুকাটা নদীর বারকি শ্রমিক গোলাপ মিয়া,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এয়াকুব আলী, সায়মান মিয়া, মো:রিদওয়ানুল হক নিহাল, ইমনদোজ্জা আহমদ, বায়জিদ আহমদ,রুহুল আমিন,নাঈম আহমেদ অন্তর,শরিফ আহমদ, ইলিয়াস আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন,ইজারাবিহীন ধোপাজান নদী হতে প্রতিরাতে ৫ কোটি টাকার বালি ও ১ কোটি টাকার পাথর লুটতরাজ হয়। গত ৬ বছর ধরে এই লুটতরাজ অব্যাহত থাকলেও বালি ও পাথরখেকোদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহন করা হচ্ছেনা। অথচ সুনামগঞ্জের ৩টি বালি পাথর মহালের লুটতরাজকৃত টাকা উদ্ধার করলে দেশে আরেকটি পদ্মাসেতু নির্মাণ করা যাবে। তারা বালি পাথরখেকো সিন্ডিকেট চক্রের শতাধিক সদস্যকে গ্রেফতার করে উপযুক্ত ক্ষতিপূরণ আদায়ের জন্য প্রধান উপদেষ্টার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়