শিরোনাম
◈ ১ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি ◈ আজারবাইজানকে "ভাল বন্ধু" হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ◈ এখনো ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ, ইনিংস পরাজয় এড়াতে লড়ছে শান্তরা ◈ কোটি টাকার স্পন্সর পেলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ◈ এ সপ্তাহেই রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের আল্টিমেটাম (ভিডিও) ◈ সুখবর: প্রাথমিকে ৯৫৭২ সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি, আছে শর্ত ◈ পদত্যাগ করা সমন্বয়কদের নতুন সংগঠনের নাম ঘোষণা, বললেন আবারও রক্ত ঝরাতে প্রস্তুত ◈ ব্যয় কমাতে কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়লো ক্রিকেট ◈ আরেক দফা বাড়ছে নীতি সুদহার, বাড়বে সব ধরনের সুদ ◈ লন্ডনে আলিশান বাড়িতেই আছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, আমিরাতে আরও ৩০০ বাড়ির সন্ধান (ভিডিও)

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১২ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৪, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে পাচারকালে বেনাপোলে ১২ কেজি  গাজা উদ্ধার

আইরিন হক, বেনাপোল(যশোর) : ভারত থেকে পাচারকালে যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১২ কেজি  
গাঁজা  উদ্ধার করেছে পুলিশ। তবে কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। এর আগে  যশোরের বেনাপোলে পুলিশের উপস্থিত বুঝতে পেরে গাঁজার বস্তা ফেলে পালায় চিহ্নিত  মাদক ব্যবসায়ী তারেক হোসেন (৪০)। 

শনিবার (৮শে সেপ্টেম্বর) বিকালে  বেনাপোল রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকা থেকে  বেনাপোল পোর্ট থানার পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে গাজা উদ্ধার করে। এসময় মাদক ব্যবসায়ী তারেক পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায়।পরে পুলিশ সদস্যরা বস্তার মুখ খুলে তাতে ১২ কেজি গাঁজা উদ্ধার করেন।
 মাদক পাচারকারী তারেক বেনাপোলের   রঘুনাথপুর পশ্চিম পাড়া এলাকার মৃত শাহজাহান মল্লিকার ছেলে। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, গোপন সংঘের মাধ্যমে জানতে পেরে শনিবার ভোরে রঘুনাথপুর এলাকায় তারেকের বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। এ সময়ে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ী তারেক গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায়। পরে গাজার বস্তা উদ্ধার করে মুখ খুলে তার ভিতরে ১২ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার তারেকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়