শিরোনাম
◈ লজ্জা না থাকলে বাধ্য করেই সরানো হোক কুয়েট ভিসিকে: সারজিস আলম ◈ শেষ মি‌নি‌টের গো‌লে অ্যাস্টন ভিলাকে হারা‌লো ম্যানচেস্টার সিটি ◈ পিএসএল: রিশাদ ২ উইকেট পে‌লেও তার দল লাহোর কালান্দাস হে‌রে গে‌ছে  ◈ বিয়ে করলে বা বাচ্চা হলেই মিলবে টাকা, অঢেল সুযোগ! জন্মহার বৃদ্ধি করতে পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের ◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও)

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১২ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে পাচারকালে বেনাপোলে ১২ কেজি  গাজা উদ্ধার

আইরিন হক, বেনাপোল(যশোর) : ভারত থেকে পাচারকালে যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১২ কেজি  
গাঁজা  উদ্ধার করেছে পুলিশ। তবে কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। এর আগে  যশোরের বেনাপোলে পুলিশের উপস্থিত বুঝতে পেরে গাঁজার বস্তা ফেলে পালায় চিহ্নিত  মাদক ব্যবসায়ী তারেক হোসেন (৪০)। 

শনিবার (৮শে সেপ্টেম্বর) বিকালে  বেনাপোল রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকা থেকে  বেনাপোল পোর্ট থানার পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে গাজা উদ্ধার করে। এসময় মাদক ব্যবসায়ী তারেক পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায়।পরে পুলিশ সদস্যরা বস্তার মুখ খুলে তাতে ১২ কেজি গাঁজা উদ্ধার করেন।
 মাদক পাচারকারী তারেক বেনাপোলের   রঘুনাথপুর পশ্চিম পাড়া এলাকার মৃত শাহজাহান মল্লিকার ছেলে। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, গোপন সংঘের মাধ্যমে জানতে পেরে শনিবার ভোরে রঘুনাথপুর এলাকায় তারেকের বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। এ সময়ে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ী তারেক গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায়। পরে গাজার বস্তা উদ্ধার করে মুখ খুলে তার ভিতরে ১২ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার তারেকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়