আইরিন হক, বেনাপোল(যশোর) : ভারত থেকে পাচারকালে যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১২ কেজি
গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। এর আগে যশোরের বেনাপোলে পুলিশের উপস্থিত বুঝতে পেরে গাঁজার বস্তা ফেলে পালায় চিহ্নিত মাদক ব্যবসায়ী তারেক হোসেন (৪০)।
শনিবার (৮শে সেপ্টেম্বর) বিকালে বেনাপোল রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকা থেকে বেনাপোল পোর্ট থানার পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে গাজা উদ্ধার করে। এসময় মাদক ব্যবসায়ী তারেক পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায়।পরে পুলিশ সদস্যরা বস্তার মুখ খুলে তাতে ১২ কেজি গাঁজা উদ্ধার করেন।
মাদক পাচারকারী তারেক বেনাপোলের রঘুনাথপুর পশ্চিম পাড়া এলাকার মৃত শাহজাহান মল্লিকার ছেলে। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, গোপন সংঘের মাধ্যমে জানতে পেরে শনিবার ভোরে রঘুনাথপুর এলাকায় তারেকের বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। এ সময়ে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ী তারেক গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায়। পরে গাজার বস্তা উদ্ধার করে মুখ খুলে তার ভিতরে ১২ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার তারেকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।