শিরোনাম
◈ প্রবাসী সরকার গঠন নিয়ে রাজনীতিতে নতুন আলোচনা ◈ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সমন্বয়ক হাসনাত ◈ জীবন দিতে প্রস্তুত আছি, ফ্যাসিস্টদের উত্থান সহ্য করা হবে না: বিক্ষোভ কর্মসূচিতে সারজিস ◈ ১ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি ◈ আজারবাইজানকে "ভাল বন্ধু" হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ◈ এখনো ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ, ইনিংস পরাজয় এড়াতে লড়ছে শান্তরা ◈ কোটি টাকার স্পন্সর পেলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ◈ এ সপ্তাহেই রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের আল্টিমেটাম (ভিডিও) ◈ সুখবর: প্রাথমিকে ৯৫৭২ সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি, আছে শর্ত ◈ পদত্যাগ করা সমন্বয়কদের নতুন সংগঠনের নাম ঘোষণা, বললেন আবারও রক্ত ঝরাতে প্রস্তুত

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫১ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে গেল আরো ৫৬ মেট্রিক টন ইলিশ

আইরিন হক, বেনাপোল (যশোর) : আজ বেনাপোল বন্দর দিয়ে ভারতে ৫৬ টন ইলিশ রফতানি হয়েছে। আর গেল দুই দিনে ১০১ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। 

দেশের ৪৯ জন রফতানিকারককে ২৪২০ টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছিল।  আগামী ১৩ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে রফতানি। 

এদিকে প্রতি কেজি ইলিশ ১১৮০ টাকা দরে ভারতে রফতানি হলেও দেশিয় বাজারে ইলিশ কিনতে সাধারন মানুষকে গুনতে হচ্ছে ১৮০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত।  এতে পছন্দের মাছটি কিনতে হিমসিম খেতে হচ্ছে তাদের। 

জানা যায়, দুই বাংলায় জনপ্রিয় মাছ ইলিশ। বিশেষ করে পুজার অতিথী আপ্যায়নে খাবারের প্রধান তালিকায় ইলিশ রাখে ওপারের বাঙালীরা। ২০১১ সাল পর্যন্ত ইলিশ সাধারন রফতানি পণ্যের তালিকায় উন্মুক্ত থাকলেও উৎপাদন সংকট দেখিয়ে ২০১২ সালে দেশের বাইরে ইলিশ রফতানি বন্ধ করে দেয় তৎকালিন আ,লীগ সরকার। তবে ২০১৯ সাল থেকে বিশেষ বিবেচনায় কেবল দূর্গা পুজাতে আবারো  ইলিশ রফতানির সুযোগ দেয়  এই আ,লীগ সরকার। এর পর থেকে প্রতিবছর ভারতীয় ব্যবসায়ীদের অনুরোধে কেবল দুর্গা পূজায় শর্তসাপেক্ষে ইলিশ যাচ্ছে ভারতে।

ইলিশ ক্রেতা রহিম জানান,ভারতে রফতানি হচ্ছে কম দামে। কিন্তু আমাদের দ্বিগুন বেশি দামে কিনতে হচ্ছে বাজার থেকে। বাজার তদারকি নেই।

ইলিশ বিক্রেতা জানান, এক কেজি ওজনের ইলিশ ১৮০০ থেকে ২২০০ টাকা বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়লে দাম কুমতে পারে। 

সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী নেতা মোস্তাফিজ্জোহা সেলিম জানান, দেশে ইলিশের সংকট। তবে সবদিক বিবেচনায় বৃহৎ স্বার্থে হয়তো ইলিশ সরকার রফতানি করছে। 

বেনাপোল বন্দর মৎস পরিদর্শন ও মান নিয়ন্ত্রন কেন্দ্রের  ইন্সেপেক্টর  আসওয়াদুল আলম জানান,বৃহস্পতিবার প্রথম দিনে ৫৬ টন ও শনিবার ৪৫ টন ইলিশ ভারতে গেছে। ১২ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রফতানি শেষ করতে হবে ব্যবসায়ীদের।।

  • সর্বশেষ
  • জনপ্রিয়