শিরোনাম
◈ চাঞ্চল্যকর তথ্য দিলেন পলক, কে কে লুকিয়ে ছিলেন সংসদ ভবনে ◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০০ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা সদর দক্ষিণে পাঁচ কেজি গাঁজাসহ আটক ২

সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা : কুমিল্লা সদর দক্ষিণে পাঁচ কেজি গাঁজাসহ পদুয়ার বাজার এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।   আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ছাতিয়ানী এলাকার মৃত আবদুল হামিদের ছেলে আরিফ মোল্লা (২৮), গাজীপুর জেলার টেকনগরপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে মোঃ রাকিব (২৬)।

শনিবার (২৮ সেপ্টেম্বর) তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। 
 
জানা যায়, পুলিশ সুপার কুমিল্লার নিদের্শনায় সদর দক্ষিণ মডেল থানা এলাকায় অবৈধ মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা কালে বিশেষ অভিযান টিম সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড অবস্থান করা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড পল্পী বিদ্যুৎ পার্শ্বে প্রাণ ডিপোর সামনে কয়েক মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করিবেন। ওই সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ মডেল থানা কুমিল্লার এসআই (নিঃ) জসিম উদ্দিন ও এ এসআই(নিঃ) কামরুজ্জামান, এএসআই(নিঃ) মেহেদী হাসানসহ একটি টিম শনিবাট বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোড পল্পী বিদ্যুৎ পার্শ্বে প্রাণ ডিপোর সামনে রাস্তার উপর পৌছলে মোটর সাইকেল যোগে দুই ব্যক্তি পলায়নের চেষ্টা কালে বিশেষ অভিযান টিম তাদের আটক করে নিজেদের হেফাজতে নেয়। উপস্থিত স্থানীয় লোকজনের সহয়তায় স্বাক্ষীদের মোকাবেলায় তাদের সাথে একটি ব্যাগ তল্লাশী করে মোট ০৫(পাঁচ) কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১(এক) টি পুরাতন মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, পদুয়ার বাজার বিশ্বরোড পল্পী বিদ্যুৎ পার্শ্বে প্রাণ ডিপোর সামনে কয়েক মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করিবেন। ওই সংবাদের ভিত্তিতে ২ জন মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়