শিরোনাম
◈ তিন দিনের মাথায় ফের সোনার দামে নতুন ইতিহাস ◈ পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল জগন্নাথ শিক্ষার্থীরা ◈ জামিন পেলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ◈ বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি : প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব (ভিডিও) ◈ সেন্টমার্টিনে পর্যটকরা যেতে পারবেন, তবে থাকছে নানান বিধি নিষেধ (ভিডিও) ◈ প্রবাসী সরকার গঠন নিয়ে রাজনীতিতে নতুন আলোচনা ◈ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সমন্বয়ক হাসনাত ◈ জীবন দিতে প্রস্তুত আছি, ফ্যাসিস্টদের উত্থান সহ্য করা হবে না: বিক্ষোভ কর্মসূচিতে সারজিস ◈ ১ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:০২ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীকে হেনস্তার চেষ্টা , ইজ্জত বাঁচাতে কাটলেন যুবকের পুরুষাঙ্গ 

বরিশালের উজিপুরে মধ্যরাতে বাড়িতে ঢুকে নারীকে হেনস্তার চেষ্টা করেন এক যুবক। এ সময় ইজ্জত বাঁচাতে ওই যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন ভুক্তভোগী নারী। পরে অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাত ৩টার দিকে সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম শাওন আকন (২৫) ও শোলক ইউনিয়নের কালা কচুয়া গ্রামের সেকেন্দার বালীর পুত্র মামুন বালী (৩৫)

পুলিশ জানায়, অভিযোগ, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সানুহার গ্রামের মো. মোজাম্মেল আকনের ছেলে শাওন আকন (২৫) ও শোলক ইউনিয়নের কালা কচুয়া গ্রামের সেকেন্দার বালীর পুত্র মামুন বালী (৩৫) শুক্রবার রাত ৩টার দিকে সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে দরজা ধাক্কাধাক্কি করে। এ সময় ভুক্তভোগী নারী বিষয়টি আঁচ করতে পেরে ধারালো বটি নিয়ে ওথ পেতে থাকে। এ সময় শাওন তার পুরুষাঙ্গ দরজার ফাঁকা দিয়ে প্রদর্শন করলে ভুক্তভোগী নারী ধারালো বটি দিয়ে আঘাত করে। এতে ওই যুবকের পুরুষাঙ্গের অধিকাংশ জায়গায় কেটে যায়। পরে ওই যুবককে আটক করে পুলিশের সোপর্দ করা হয়।

এলাকাবাসী জানায়, অভিযুক্ত শাওন ও মামুন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও নারীদেরকে হেনস্তাকারী হিসেবে চিহ্নিত। অভিযুক্ত শাওনকে একাধিকবার চুরির অপরাধে গণধোলাই দিয়েছিল এলাকাবাসী। এ বিষয়ে অভিযুক্ত শাওন ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে স্বীকারোক্তি দেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত শাওনকে আটক করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়