শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৪২ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে টেঁটাবিদ্ধ হওয়ার চারদিন পর যুবকের মৃত্যু

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে টেঁটা বিদ্ধ হওয়ার চারদিন পর রাকিব শিকদার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় তার বাবা মকদুম শিকদার বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। রাকিবের বাড়ী চরভদ্রাসন সদর ইউনিয়নের এমপি ডাঙ্গী গ্রামে। ছয় ভাই বোনের মধ্যে সে ছিল চতুর্থ।

স্থানীয় ও রাকিবের পারিবারিক সূত্রে জানা যায়, হররিামপুর ইউনিয়নের আমিন খার ডাঙ্গী এলাকার শেখ আনিসের পুত্র আক্তার শেখের সাথে রাকিবের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। আক্তার ও রাকিব সম্পর্কে পরস্পর ভায়রা ভাই। প্রায়শই তাদের মধ্যে দ্বন্দ্ব হতো। 

গত ২৩ সেপ্টেম্বর সোমবার রাকিব অপর দুই ভাই রিয়াজুল ও সাকিবকে নিয়ে আক্তারের বাড়ি যায়।  ফেরার পথে ওই গ্রামের বাসিন্দা নেপাল বিশ্বাসের পুত্র জিয়া বিশ্বাস আরো লোকজন নিয়ে খেয়া ঘাটে এসে রাকিবদের ওপর হামলা করে। এসময় রিয়াজুলের মাথা ফেটে যায় এবং রাকিব টেঁটা বিদ্ধ হয়। রাকিবকে প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় এবং অপারেশন করা হয়। সেখানে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর হতে আক্তারের পরিবারের লোকজন পলাতক ও জিয়ার মোবাইল নম্বর বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল গাফ্ফার জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। রাকিবের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়