শিরোনাম
◈ তিন দিনের মাথায় ফের সোনার দামে নতুন ইতিহাস ◈ পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল জগন্নাথ শিক্ষার্থীরা ◈ জামিন পেলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ◈ বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি : প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব (ভিডিও) ◈ সেন্টমার্টিনে পর্যটকরা যেতে পারবেন, তবে থাকছে নানান বিধি নিষেধ (ভিডিও) ◈ প্রবাসী সরকার গঠন নিয়ে রাজনীতিতে নতুন আলোচনা ◈ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সমন্বয়ক হাসনাত ◈ জীবন দিতে প্রস্তুত আছি, ফ্যাসিস্টদের উত্থান সহ্য করা হবে না: বিক্ষোভ কর্মসূচিতে সারজিস ◈ ১ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৭ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনো টালবাহানা নয়, মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে : ফখরুল

বেলায়েত হোসেন শামীম (কাপাসিয়া) গাজীপুর প্রতিনিধিঃ শুক্রবার বিকেলে হান্নান শাহ স্মৃতি সংসদের আয়োজনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিঃঅঃ আ স ম হান্নান শাহ এর ৮ম মৃত্যু বার্ষিকীতে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান, যত দ্রুত সম্ভব কাজ শেষ করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনেরের ব্যবস্থার মাধ্যমে দেশের জনসাধারণের চাহিদা পুরণ করা। দেশে বিগত ১৫ বছর স্বৈরাচারী সরকারের শাসনামলে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছিল। আজকে দেশের মানুষ বাক-স্বাধীনতা ফিরে পেয়েছে।  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য আ স ম হান্নান শাহের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। 

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারেক রহমানকে মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। তাকে এখনো আমরা দেশে ফিরিয়ে নিয়ে আনতে পারেনি।

বিভিন্ন রকম টালবাহানা চলছে, কোনো টালবাহানা আমরা সহ্য করব না। আমি পরিষ্কার করে এই সভা থেকে সরকারকে বলে দিতে চাই, সব মামলা প্রত্যাহার করে দ্রুত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের ছেলেদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার না হলে কখনোই একটা নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না। কালবিলম্ব না করে মামলাগুলো প্রত্যাহার করা হোক।

’দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বারবার বলেছি যে একটা যৌক্তিক সময় সরকারকে অবশ্যই দেব। যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদের পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে জড়িয়ে দেবেন, সেটা করা যাবে না। যত দ্রুত নির্বাচন দেওয়া যাবে, ততই দেশের জন্য মঙ্গলজনক হবে।’

সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘পাঁচ বছর পর নির্বাচনের জন্য মারামারি-কাটাকাটি করতে হয়।

কারণ আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচনব্যবস্থা চালু করেছিল। সে জন্যই যত রকম সমস্যা সৃষ্টি হয়েছিল। এই সমস্যার সমাধানে আলোচনা করা যেতে পারে। একই সঙ্গে এই দেশে অন্য যে বিষয়গুলো আছে, মানুষের অধিকার, মানবিক মূল্যবোধ, সাম্য প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্য দূর করার জন্য অতি দ্রুত আলোচনা করে সংস্কারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’
ক্ষমতাকালীন শেখ হাসিনার ‘আওয়ামী লীগ পালায় না’ বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শেখ হাসিনা বড় গলায় বলেছিল, আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমি পালাতে জানি না।

কিন্তু সেই শেখ হাসিনা ছাত্র-জনতার উত্তাল তরঙ্গে গণভবন থেকে বেরিয়ে হেলিকপ্টার দিয়ে পালিয়ে গেছে। এর জন্য মানুষকে অনেক প্রাণ দিতে হয়েছে। গত ১৭ বছরে বিএনপিরই অন্তত এক হাজার লোককে গুম করা হয়েছে। হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’
মিথ্যা মামলার প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, ‘বিএনপির কেউ রাত্রিবেলা বাড়িতে ঘুমাতে পারতেন না। খালি কোর্টে যাও, হাজিরা দাও, আবার পুলিশ এসে ধরে নিয়ে যায়। টাকা চায়, টাকা দিতে না পারলে আবার ধরে নিয়ে যায়।’

তিনি বলেন, ‘বিগত ১৮ বছরে তারা (আওয়ামী লীগ) বাংলাদেশে দুর্নীতির নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। শেখ হাসিনা সরকার ধরে নিয়েছিল যে সে কোনো দিন যাবে না। সারা জীবন থাকবে এবং এভাবেই মানুষকে অত্যাচার, নির্যাতন আর নিপীড়ন করে তাদের ক্ষমতাকে চূড়ান্ত করবে আর সম্পদের পাহাড় গড়ে তুলবে।’ 

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকে খবরের কাগজ খুললেই দেখবেন, আওয়ামী লীগের মন্ত্রীরা কে কত টাকা চুরি করেছে, কে কত টাকা বিদেশে পাঠিয়েছে তার ফিরিস্তি ফিরিস্তি। একজনের পর একজন মন্ত্রী ধরা পড়ছে। আল্লাহর কী বিধান, যারা একদিন এই দেশের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছিল, তাদের আজকে এই দুর্নীতির দায়ে চুরির দায়ে গ্রেপ্তার করে পুলিশ কারাগারে পাঠাচ্ছে।’

শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেলেও তার লোকগুলো ভেতরে আছে। তারা বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এই দুর্গাপূজাকে কেন্দ্র করেও তারা বিভিন্ন রকম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। আপনারা সজাগ থাকবেন। আপনারা স্বাধীন বাংলাদেশের নাগরিক। আমরা সব সময় আপনাদের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশের ইতিহাস তাই। আপনাদের নিশ্চয়তা দিতে পারি, বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে। পূজায় যেন কোনো ব্যাঘাত না ঘটাতে পারে, এ জন্য তারা (মানুষ) ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে।’

আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদ এ স্মরণসভার আয়োজন করে। স্মরণসভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম, দলটির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. মজিবুর রহমান প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়