শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নিখোঁজের ২৩ দিনেও খোঁজ নেই মা-মেয়ের!

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের ২৩ দিন পেরিয়ে গেলেও খোঁজ মিলছেনা মা ও মেয়ের। এমন অভিযোগ পাওয়া গেছে নিখোঁজ গৃহবধূর আত্মীয়দের কাছ থেকে। নিখোঁজ ওই গৃহবধূ উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্রামের শাহাদাৎ মোল্লার মেয়ে ইয়াসমিন আক্তার ও তার ২ বছরের ফুটফুটে কন্যা সন্তান তানহা।

অভিযোগ সূত্রে জানা গেছে,  ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্রামের শাহাদাৎ মোল্লার মেয়ে ইয়াসমিন আক্তারের সাথে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার কোদালীয়া শহীদ নগর ইউনিয়নের পাইককান্দি এলাকার মিজানুর রহমান মোল্লার ছেলে তাহমিদ মোল্লার সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর গত ২৫শে জুলাই ইয়াসমিনকে তার শশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে পাশবিক নির্যাতন করার অভিযোগ উঠে। এরপর ইয়াসমিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং ইয়াসমিনের মা পারভীন আক্তার গত ২৬ শে জুলাই নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমনে আইনে মামলা করে। এরপর থেকে ইয়াসমিন ও তার কন্যা বাবার বাড়ি গুনপালদীতে অবস্থান করছিলেন। কিন্ত গত ৩ সেপ্টেম্বর থেকে ইয়াসমিন আক্তার ও তার মেয়ে তানহাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তেরা। এরপর থেকেই নিখোঁজ রয়েছে ইয়াসমিন ও তার ২ বছরের ফুটফুটে কন্যা সন্তান তানহা।

এরপর ইয়াসমিনের মা পারভীন আক্তার ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। কিন্ত ২৩ দিন হয়ে গেলেও কোন খোঁজ নেই ইয়াসমিনের ও তার ২ বছরের ফুটফুটে কন্যা সন্তান তানহার।


এই বিষয়ে পারভীন আক্তার জানান, বিয়ের পর থেকেই আমার মেয়েকে নির্যাতন করতো ওর শশুর বাড়ির লোকজন। আমার মেয়েকে অনেক নির্যাতন করায় আমরা নগরকান্দা থানায় একটি মামলা করি। সে মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার মেয়ের শশুর বাড়ির লোকজন আমার মেয়েকে ও নাতীকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে বলে সন্দেহ হয়। আমি আমার মেয়ে ও নাতির সন্ধান চাই। 

এই বিষয় ইয়াসমিনের শশুর বাড়ির লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।


এই বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির মোল্লা জানান, আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত করছি। এখনও ইয়াসমিন আক্তার ও তার মেয়েকে খুঁজে পাইনি। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়