শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ০১:১২ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকের যাত্রীর

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন তিনজন যাত্রী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর শহরের মামুদপুর এলাকায়  বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহতরা হলেন– ফরিদপুরের নগরকান্দা উপজেলার সহিদ মিয়া ছেলে আনিস (২৪) ও তালমা ইউনিয়নের শেখ আব্বাসের ছেলে মো. শাফিজ (২৫) ও সালেহা বেগম। তবে এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে চারজন যাত্রী নিয়ে একটি ইজিবাইক শহরের দিকে যাচ্ছিল। পথে মামুদপুর এলাকায় এলে পেছন থেকে একটি ড্রাম ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। অপর ৩ যাত্রী আহত হন। আহতদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। ওসি জানান, দুর্ঘটনার পরে ড্রাম ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়