শিরোনাম
◈ ড. ইউনূসের মেডিকেল টিম নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ ◈ হাসিনার পদত্যাগ: সুপ্রিম কোর্টের স্পেশাল রেফারেন্সে যা ছিলো ◈ সৌদি আরব বৈদ্যুতিক জেট পরিষেবা চালু করছে হজ যাত্রীদের জন্য  ◈ সমন্বয়কদের আশ্বাসে বঙ্গভবন এলাকা ছাড়ছেন আন্দোলনকারীরা, নিরাপত্তা জোরদার ◈ ‘ডেঞ্জার অ্যালার্ট’, ঘূর্ণিঝড় ডানা ধেয়ে আসছে! ◈ বঙ্গভবনের সামনে পুলিশের ওপর চড়াও হল বিক্ষোভকারীরা, অস্ত্র ফেলে চলে যায় পুলিশ (ভিডিও) ◈ ভারতে একদিনে ৫৪ বাংলাদেশিকে গ্রেপ্তার ◈ মালয়েশিয়ায় ন্যানো স্যাটেলাইট আবিষ্কার করলেন বাংলাদেশি গবেষক তারিকুল ◈ প্রধান বিচারপতির সঙ্গে আইন ও তথ্য উপদেষ্টার বৈঠক ◈ অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলো যাদের জন্য 

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৪৮ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহিলা আ.লীগ নেত্রী স্বামীসহ পালানোর সময় বিমানবন্দরে আটক

নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিরিন চৌধুরীকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। 

বুধবার দুপুরে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে স্বামীসহ বিমানবন্দরে যান শিরিন চৌধুরী। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে ইউপি চেয়ারম্যান পরিচয় দেন তিনি। পরে নবাবগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে নিশ্চিতের ভিত্তিতে শিরীন চৌধুরীকে আটক করা হয়। পরে তাকে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল বিমানবন্দরে যান আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী ও তার স্বামী মাহফুজুর রহমান ওরফে মাসুদুর রহমান।  ইমিগ্রেশন পুলিশ নবাবগঞ্জ থানাকে অবগত করলে জানতে পারেন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। পরে তাদের আটক করা হয়। 

ওসি আরও জানান, বুধবার সন্ধ্যায় পর ইমিগ্রেশন পুলিশ আটকদের নবাবগঞ্জ থানায় সোপর্দ করেছে। তারা নবাবগঞ্জ থানা হেফাজতে রয়েছেন। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়