শিরোনাম
◈ ড. ইউনূসের মেডিকেল টিম নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ ◈ হাসিনার পদত্যাগ: সুপ্রিম কোর্টের স্পেশাল রেফারেন্সে যা ছিলো ◈ সৌদি আরব বৈদ্যুতিক জেট পরিষেবা চালু করছে হজ যাত্রীদের জন্য  ◈ সমন্বয়কদের আশ্বাসে বঙ্গভবন এলাকা ছাড়ছেন আন্দোলনকারীরা, নিরাপত্তা জোরদার ◈ ‘ডেঞ্জার অ্যালার্ট’, ঘূর্ণিঝড় ডানা ধেয়ে আসছে! ◈ বঙ্গভবনের সামনে পুলিশের ওপর চড়াও হল বিক্ষোভকারীরা, অস্ত্র ফেলে চলে যায় পুলিশ (ভিডিও) ◈ ভারতে একদিনে ৫৪ বাংলাদেশিকে গ্রেপ্তার ◈ মালয়েশিয়ায় ন্যানো স্যাটেলাইট আবিষ্কার করলেন বাংলাদেশি গবেষক তারিকুল ◈ প্রধান বিচারপতির সঙ্গে আইন ও তথ্য উপদেষ্টার বৈঠক ◈ অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলো যাদের জন্য 

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৪৮ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৪, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এর জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা হয়।

এ সময় ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার সকালে শ্রীপুর উপজেলার ২নং সিএন্ডবি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শ্রীপুরের ২নং সিএন্ডবি বাজার এলাকায় এসকিউ সেলসিয়াস লিঃ নামক সোয়েটার কারখানার ঝুট ব্যবসার কোম্পানির ওয়ার্ক অর্ডার পান যুবদল নেতা এস এম পলাশ। সকালে তার লোকজন ঝুট বের করতে গেলে কৃষক দলের নেতা আবুল কালাম আজাদের লোকজন বাঁধা দেয়। 

এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উত্তেজিত স্থানীয় নেতাকর্মী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে কিছু সময় অবরোধ সৃষ্টি করে রাখে। ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি। এছাড়া ফাঁকা গুলি করে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।  

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন জানান, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবদলের সঙ্গে কৃষক দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উৎস: একুশে টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়