শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ০১:০৫ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পূজা উদযাপন পরিষদের সাথে  জামায়াতের মতবিনিময় সভা  

সনত চক্র বর্ত্তী ফরিদপুর : হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব  আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফরিদপুরে জামায়েত ইসলামী বাংলাদেশ,ফরিদপুর জেলা শাখা ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর,মঙ্গলবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার আয়োজনে ফরিদপুর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর শহরের টেরাকোটা রেষ্টুরেন্টে ফরিদপুর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের  সাথে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জেলা জামায়াতে আমির মাওলানা  বদরউদ্দিনের সভাপতিত্বে কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন সাম্প্রদায়িক রাজনীতি করে না। সংখ্যালঘু বলতে কেউ নেই বাংলাদেশে জামায়াত বিশ্বাস করে। এদেশে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একে অপরের সাহায্যে সব সময় এগিয়ে আসি। তিনি বলেন মুক্তিযুদ্ধের সময় প্রতিবেশী হিন্দুরা আমার মায়ের নিকট সম্পদ আমানত রেখেছিল যা যুদ্ধ পরবর্তী সময়ে ফেরত দেওয়া হয়েছে। শারদীয় পূজা উপলক্ষে যেকোন ধরনের সাহায্যে সহযোগিতায় জামায়াত আপনাদের পাশে আছে এবং থাকবে সব সময়।

ফরিদপুর পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে এ রকম মহতী আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে কমিটির নেতারা বক্ত্যব্যে বলেন, ফরিদপুরের ইতিহাসে কখনও আমরা সাম্প্রদায়িক দাঙ্গা দেখিনি এবং কোন পূজা উৎসবে মারামারি বা হামলা এধরনের কোন ঘটনা ঘটেনি। আমাদের সমস্যা হলো এদেশের নোংরা রাজনীতি,নেতারা সম্পদ চুরি করে বিদেশে পাচার করেন আর আমরা সাধারন নাগরিক না খেয়ে থাকি।

বিভিন্ন জায়গায় মুর্তি ভাঙ্গা ও হিন্দুদের ওপর নির্যাতনের ব্যপারে তারা বলেন এই অপরাধের সাথে যারা জড়িত তারা দুস্কৃতিকারী।এরা ইসলাম ধর্মের কেউ নয়। এদেরকে  আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য ফরিদপুর পৌরসভায় ৯৪ টি এবং সদর থানায় ১০১ টি এবং জেলায় মোট ৭২৭ টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়