শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বাংলাদেশের রপ্তানি প্রবাহে ভারতীয় বাধা: ট্রান্সশিপমেন্ট বন্ধে পোশাক খাত হুমকির মুখে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৩০ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাকে নয়, ফুল দিয়ে শহীদদেরকে শ্রদ্ধা জানান: যবিপ্রবি উপাচার্য

জহিরুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি : ফুল দিয়ে উপাচার্যকে শুভেচ্ছা না জানিয়ে শহীদদেরকে শ্রদ্ধা জানানোর অনুরোধ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সাথেই শুভেচ্ছা বিনিময় হবে, তবে এই বৈষম্যবিরোধী আন্দোলনে আমরা দেড় হাজারের বেশি ছাত্র-জনতাকে হারিয়েছি, এখনো অনেকে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, এটিকে এখন উদযাপনের পর্যায়ে নিয়ে যাওয়া উচিত নয়। ফুল দিয়ে আমাকে শ্রদ্ধা না জানিয়ে শহীদদেরকে শ্রদ্ধা জানান।

নবনিযুক্ত এই উপাচার্য আরও বলেন, সবাইকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই। বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি যবিপ্রবিকে একটি বৈষম্যহীন বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ, যবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের পদত্যাগের এক মাস পর গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ যবিপ্রবির চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগ পান। আগামী চার বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়