কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিপন শীল হত্যা মামলায় হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমের বিরুদ্ধে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আতাউর রহমান সেলিমকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-২। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করলে রিপন শীল ও মোস্তাক আহমেদ হত্যাকাণ্ডের এজাহার নামীয় আসামি হিসেবে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে রিপন শীল হত্যা মামলায় তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করলে সোমবার দুপুরে দীর্ঘ শুনানি শেষে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ।