শিরোনাম
◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি ◈ ১০ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস ◈ ২৪ ঘন্টার ব্যবধানে সোনার ভরিতে বাড়লো ৫৩৪২ টাকা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫৯ বিকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দরে অনলাইন সার্ভার জটিলতায় দিনভর বন্ধ ছিল আমদানি ও রফতানি

বেনাপোল(যশোর) প্রতিনিধি : বেনাপোল বন্দরের ইন্টার নেট সার্ভার আপডেট না থাকায় আজ ৯ ঘন্টা ভারতের পেট্রাপোল বন্দরের সাথে বন্ধ ছিল আমদানি,রফতানি কার্যক্রম। এতে স্থবিরতা নামে বাণিজ্যে। দিনের দিন সব পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে না পারায় শিল্পকলকারখানায় উৎপাদন ব্যহতের পাশাপাশি আটকে থাকা ট্রাকে লোকশানের কবলে পড়ে ব্যবসায়ীরা। তবে বাণিজ্য বন্ধ থাকলেও সচল ছিল দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাতায়াত।

সোমবার(২৩ সেপ্টম্বর) সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত কোন পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করেনি এবং ভারত থেকে কোন পণ্যবাহী ট্রাক আসেনি বেনাপোল বন্দরে। পরে সার্ভার সচলে বিকাল ৫ টার পর থেকে বানিজ্য স্বাভাবিক হয়।

বানিজ্যিক সংশিষ্টরা জানান, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে বেনাপোল বন্দর দিয়ে আমদানি,রফতানি বাণিজ্যে  আগ্রহ বেশি ব্যবসায়ীদের।  প্রতিবছর বেনাপোল বন্দর দিয়ে ভারত- বাংলাদেশের মধ্যে প্রায় ৪০ হাজার কোটি টাকার আমদানি বানিজ্য ও  ৮ হাজার কোটি টাকার কাছাকাছি রফতানি বানিজ্য হয়। বছরে বেনাপোল বন্দর থেকে আমদানি বানিজ্যে সরকারের রাজস্ব আসে প্রায় ৭ হাজার কোটি টাকা।

ভারত থেকে যেসব পণ্য আমদানি হয় তার বড় একটি অংশ শিল্পকলকারখানার কাচামাল,তৈরী পোশাক, গার্মেন্টস ও শিশুখাদ্য রয়েছে। এদেশ থেকে রফতানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত দ্রব ও মাছসহ বিভিন্ন প্রকারের পণ্য। গেল দুই বছর করোনার কারনে চাহিদা মত পণ্য আমদানি করতে পারেননি ব্যবসায়ীরা।  এখন চাহিদা বেড়েছে। পূর্বে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের আগে গেটপাশ  হাতো  এনালক প্রক্রিয়ায় হাতে কলমে। পরে বাণিজ্যে আধুনিকতা আনতে অনলাইনে গেটপাশ এন্ট্রি চালু করে কাস্টমস ও বন্দর। কদিন আগে কাস্টমস তাদের সার্ভার আপডেট করে। কিন্তু আপডেটের বিষয়টি বন্দর কাস্টমসের মধ্যে সমন্বয় না হওয়ায় বন্দর সার্ভার আপডেট করতে বিলম্ব হয়। এতে কাস্টমস আমদানি বাণিজ্য  বন্ধ রাখে।

এদিকে আমদানি বানিজ্য বন্ধ থাকায় ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে রফতানি পণ্য নেয়নি। এতে বন্ধ হয়ে পড়েছিল রফতানি কার্যক্রম।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) সজিব নাজির জানান, কাস্টমস কর্তৃপক্ষ যদি সার্ভার আপডেটের তথ্য আগে তাদের জানাতেন তবে তারা আরো আগে আপডেট করতে পারতেন। চিঠি পাওয়ার পর বন্দর সার্ভার আপডেটের কাজ শুরু করে। পরে  বিকাল  থেকে আবারও বানিজ্য শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়