শিরোনাম
◈ ড. ইউনূসের মেডিকেল টিম নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ ◈ হাসিনার পদত্যাগ: সুপ্রিম কোর্টের স্পেশাল রেফারেন্সে যা ছিলো ◈ সৌদি আরব বৈদ্যুতিক জেট পরিষেবা চালু করছে হজ যাত্রীদের জন্য  ◈ সমন্বয়কদের আশ্বাসে বঙ্গভবন এলাকা ছাড়ছেন আন্দোলনকারীরা, নিরাপত্তা জোরদার ◈ ‘ডেঞ্জার অ্যালার্ট’, ঘূর্ণিঝড় ডানা ধেয়ে আসছে! ◈ বঙ্গভবনের সামনে পুলিশের ওপর চড়াও হল বিক্ষোভকারীরা, অস্ত্র ফেলে চলে যায় পুলিশ (ভিডিও) ◈ ভারতে একদিনে ৫৪ বাংলাদেশিকে গ্রেপ্তার ◈ মালয়েশিয়ায় ন্যানো স্যাটেলাইট আবিষ্কার করলেন বাংলাদেশি গবেষক তারিকুল ◈ প্রধান বিচারপতির সঙ্গে আইন ও তথ্য উপদেষ্টার বৈঠক ◈ অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলো যাদের জন্য 

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:২৭ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মাঠজুড়ে তপ্ত বাতাসে দোল খাচ্ছে কাঁচা-পাকা আমন ধানের শীষ। সোনালী রংয়ের ধানের উপর রোদ পড়ে চিকচিক করছে। ফসলের ক্ষেতে এই দৃশ্যে কৃষকের মুখচ্ছবিতে আনন্দ ফুটে উঠেছে। 


উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, কাঁচা-পাকা ধানের শীষ বাতাসে দোল খাচ্ছে। যতদূর চোখ মেলে দেখা যায় শুধু ধানের ক্ষেত। ছড়ায় ছড়ায় দুলছে সোনারাঙা পাকা ধান। নতুন ধানের মিষ্টি ঘ্রাণে এখন ম ম করছে মাঠকে মাঠ । এবার রোদ ও বৃষ্টি ঠিক মতো হওয়ায় ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন চাষিরা। কৃষাণ-কৃষাণীদের মনে বইছে আনন্দের বন্যা। ঘরে আসতে শুরু করেছে তাদের সোনালী স্বপ্ন ধান। মাঠজুড়ে সোনালী ফসলের মনোরম দৃশ্য এখন গোটা উপজেলা জুড়ে। 


ধান চাষি এনামুল ও মুঞ্জু বলেন, এ অঞ্চলে বছরে তিনটি ফসল সমান তালে চাষাবাদ হয় থাকে। এখন চলছে আমন ধানের সৃজন। অন্যান্য বারের তুলনায় এবার ধানের গঠন অনেক ভালো আছে। বর্তমানে কিছু বপনকৃত ধান কাটা শুরু হয়েছে। কয়েকদিন পর থেকে রোপনকৃত ধান কাটা পুরোদমে শুরু হবে। আশা করা হচ্ছে এবার বিঘাপ্রতি ৪০/৫০ মণ ধান ফলন হবে। জমিতে ধানের শীষ দেখে আমাদের কাছে অনেক আনন্দ লাগছে। 


উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সদীপ বিশ্বাস বলেন, এবছর সালথা উপজেলায় ১২ হাজার ৩শ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। আমরা কৃষকদের সবধরনের পরামর্শ দিয়ে আসছি। মাঠে ধানের শীষ অনেক বড় হযেছে। আশা করছি ফলন অনেক ভালো হবে। উপজেলায় মোট ৫৫ হাজার মেঃটন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়