শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের মুক্তির দাবিতে মহাসড়কে শিক্ষার্থীরা

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের মুক্তির দাবিতে মহাসড়কে নেমেছে শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে শান্তিগঞ্জ সদর এলাকায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। 

এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল চলার সময় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও যানবাহনের চালকদের। 

সরেজমিনে জানা গেছে, রোববার সকাল থেকে শান্তিগঞ্জ বাজারে ডুংরিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ আশপাশের স্কুল-কলেজের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে কয়েক হাজার শিক্ষার্থী মহাসড়কে নেমে আসেন। 

শিক্ষার্থীরা শান্তিগঞ্জ বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে যায়। এ সময় সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট ও আব্দুল মজিদ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে যোগ দেয়। পরে মিছিলটি ঘুরে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে অবস্থান নেয়। 

অবস্থান নেওয়ার সময় শিক্ষার্থীরা ‘মান্নান ভাই গ্রেপ্তার, সুনামগঞ্জের হাহাকার’; ‘জেলের তালা ভাঙব, মান্নান ভাইকে আনব’; ‘মিথ্যা মামলায় মান্নান ভাই, আমরা তোমার মুক্তি চাই’; ‘চেয়ে দেখ মান্নান ভাই, আমরা তোমায় ভুলি নাই’সহ বিভিন্ন স্লোগান দেয়। 

টানা দুই ঘণ্টা শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এরপর শিক্ষার্থীরা সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের দ্রুত মুক্তির দাবিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে কর্মসূচি সমাপ্ত করে। বিক্ষোভ মিছিল চলাকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

গত বৃহস্পতিবার রাতে শান্তিগঞ্জ এলাকায় নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। উৎস: আজকের পত্রিকা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়