শিরোনাম
◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৪৩ বিকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল সীমান্তে ১৮ হাজার টাকা জাল নোট সহ দুই যুবক আটক

বেনাপোল(যশোর): প্রতিনিধি: : যশোরের বেনাপোল সীমান্তের আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে  ১৭ হাজার টাকার জালনোট সহ  দুই যু্বককে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি।

রোববার (২২ সেপ্টেম্বর)  ভোরে যশোরের ৪৯ ব্যাটালিয়ন বিজিবির আমড়াখালি চেকপোষ্টে কর্মরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্টথানার পাটবাড়ি গ্রামের  আবু বক্কারের ছেলে আলমগীর হোসেন ও একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে সাব্বির হোসেন।

যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী  জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে আমড়াখালী চেকপোস্টে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে, গোঁপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টের টহলদল বেনাপোল হতে যশোর গামী একটি মোটরসাইকেল তল্লাশি করে। এসময় তাদের কাছে থাকা ব্যাগের মধ্য হতে  ১৭ হাজার টাকার  জালনোট পাওয়া যায়। এসময় অভিযুক্ত  দুুই জনকে আটক করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশী নাগরিক এবং তারা জাল টাকার ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করে। এছাড়াও জালনোট ব্যবসায় ব্যবহৃত ০২ টি মোবাইল ও মোটরসাইকেল আটক করা হয়। যার সর্বমোট সিজার মূল্য এক লক্ষ আটানব্বই হাজার পাঁচশত টাকা। আটককৃত জালনোটসহ আসামীদেরকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়