শিরোনাম
◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৪২ বিকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে অস্ত্রের মুখে জিম্মি করে গোয়াল ঘর থেকে তিন গরু লুট

আবু মুত্তালিব মতি. আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে গৃহকর্তার গলায় ছুরি ধরে মুখ চোখ বেধে জিম্মি করে তার গোয়াল ঘর থেকে তিনটি গাভি গরু লুট করে পিক-আপ ভ্যান যোগে নিয়ে গেছে ডাকাতদল। 

গতকাল রোববার (২২ সেপ্টেম্বর) ভোর রাতে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার কোমল দোগাছি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন চুরি হওয়া গরুর মালিক মনজুরুল ইসলাম মনজু।

জানা যায়, রোববার ভোর রাতে সান্তাহার পৌরসভার কোমল দোগাছি গ্রামের কৃষক মনজুরুল ইসলাম মনজু ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাবার জন্য তার বাড়ির মুল গেট খোলার সাথে সাথে ৭/৮ জনের একদল ডাকাত তার গলায় ছুরি ধরে হাত ও মুখ বেধে জিম্মি করে তার গোয়াল ঘর থেকে তিনটি গাভি গরু লুট করে তাদের রেখে যাওয়া পিক-আপ ভ্যানে গরু তিনটি তুলে নিয়ে যায়। 

ভুক্তভোগী কৃষক মনজুরুল ইসলাম জানান, চুরি যাওয়া তিনটি গরুর বর্তমান বাজার মূল্যে প্রায় তিন লক্ষাধিক টাকা। এ চুরি ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আদমদীঘি থানার উপ পরিদর্শক তরিকুল ইসলাম অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাই গরু উদ্ধারসহ চোরদের গ্রেফতারে বিভিন্ন স্থানে নজরদারিতে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়