সাতক্ষীরার দেবহাটায় ৬৭ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাত ১১ টার দিকে উপজেলার পারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণে অভিযুক্ত আসাদুল ইসলাম পলাতক।
স্থানীয়দের ভাষ্য, বৃদ্ধার দুই মেয়ে বিয়ে হয়েছে বেশ আগে। একমাত্র ছেলে স্ত্রী-সন্তান নিয়ে অন্যত্র বসবাস করেন। জীবিকার তাগিদে ওই বৃদ্ধা ঘটক হিসেবে কাজ করেন। ঘটনার দিন অভিযুক্ত আসাদুল এক পাত্রীর খোঁজখবর নেওয়ার নাম করে এসে ওই বৃদ্ধাকে ধর্ষণ করেন। পরে ওই বৃদ্ধার চিৎকারে লোকজন জড়ো হলে আসাদুল পালিয়ে যান।
সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সোমা রানী দাস জানান, ভুক্তভোগী বৃদ্ধার জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। তাই তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে।
দেবহাটা থানার পুলিশ পরিদর্শক ইদ্রিসুর রহমান বলেন, ‘আসাদুল ইসলামকে আটকের চেষ্টা চলছে।’ এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে মামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। উৎস: ইনডিপেনডেন্ট