শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৩ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন শাহপরীরদ্বীপের ডাংগর পাড়া এলাকার একটি বাড়ির পাশে শিশুর (৭) বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।

২১ সেপ্টেম্বর শনিবার সকাল (৯ টার) দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ডাংগর পাড়া এলাকায় খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয়। শনিবার রাত ৮ টায় শাহপরীরদ্বীপ ডাংগর পাড়া এলাকার পাশের বাড়ির সামনে  লাশটি উদ্ধার করে পুলিশ।

মৃত শিশুটি টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ ডাংগর পাড়া এলাকার মোঃ জলিলের মেয়ে তাহমিনা আক্তার ( ৭)। স্থানীয়দের সুত্রে জানা যায়, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ডাংগর পাড়া এলাকায় সকাল ৯ টার দিকে খেলাধুলা করতে গিয়ে হারিয়ে যায় তাহমিনা। অনেক খোঁজাখুঁজির করে না পেয়ে বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে। এরপর ১১ ঘন্টা পর  রাত ৮ টার দিকে কয়েকজন যুবক বস্তা দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে।

এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের তাংগর পাড়া এলাকায় বস্তাবন্দি অবস্থায় এক শিশুর  লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়