সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম (৫৫) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। নিহত রফিকুল ইসলাম (৫৬) একই গ্রামের প্রয়াত শাহেব উদ্দিনের ছেলে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান,শনিবার ঝানকিগাতি গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করে জানান, দীর্ঘদিন বসতবাড়ির সীমানা নিয়ে রফিকুল ইসলামের সঙ্গে তার চাচাতো ভাই হাফিজুর রহমানের দ্বন্দ্ব চলছিল।
শনিবার সকালে হাফিজুরসহ অন্যরা ওই জমিতে ঘর তোলা শুরু করেন। এ সময় রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা বাধা দেন। এতে প্রথমে হাতাহাতি ও পরে উভয়পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুপক্ষের অন্তত সাতজন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে রফিকুল মারা যান। আহতরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।