শিরোনাম
◈ ড. ইউনূসের মেডিকেল টিম নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ ◈ হাসিনার পদত্যাগ: সুপ্রিম কোর্টের স্পেশাল রেফারেন্সে যা ছিলো ◈ সৌদি আরব বৈদ্যুতিক জেট পরিষেবা চালু করছে হজ যাত্রীদের জন্য  ◈ সমন্বয়কদের আশ্বাসে বঙ্গভবন এলাকা ছাড়ছেন আন্দোলনকারীরা, নিরাপত্তা জোরদার ◈ ‘ডেঞ্জার অ্যালার্ট’, ঘূর্ণিঝড় ডানা ধেয়ে আসছে! ◈ বঙ্গভবনের সামনে পুলিশের ওপর চড়াও হল বিক্ষোভকারীরা, অস্ত্র ফেলে চলে যায় পুলিশ (ভিডিও) ◈ ভারতে একদিনে ৫৪ বাংলাদেশিকে গ্রেপ্তার ◈ মালয়েশিয়ায় ন্যানো স্যাটেলাইট আবিষ্কার করলেন বাংলাদেশি গবেষক তারিকুল ◈ প্রধান বিচারপতির সঙ্গে আইন ও তথ্য উপদেষ্টার বৈঠক ◈ অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলো যাদের জন্য 

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৪৯ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ বছর একটা সরকার জনগণের অধিকার দেয় নাই: আব্দুল হালিম

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেছেন, রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য। রাজনীতি মানে চাঁদাবাজি নয়, রাজনীতি হচ্ছে মানুষের মুক্তির জন্য, রাজনীতি হচ্ছে মানুষের সেবার জন্য। রাজনীতি দখলদারিত্বের জন্য নয়। জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দখলদারিত্ব, ঘুষ বাণিজ্য ও দুর্নীতি থাকবে না। সকল মানুষ নিজেদের অধিকার ফিরে পাবে। 

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ইং, বিকেলে রাজনগর সরকারী কলেজ মাঠে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এ উপলক্ষে আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

এ সময় উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মধ্যে গৃহ নির্মাণ সামগ্রী হিসেবে ৭২ বান ঢেউটিন, ২৫০টি ঘরের খুটি পিলার ও লোহাসহ ২০ লক্ষ টাকার গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।


জেনারেল আব্দুল হালিম প্রধান অতিথির বক্তব্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলেন, গত ১৫ বছর একটা সরকার জনগণের অধিকার দেয় নাই। মেধাবীরা চাকরি পায় নাই, দলের নেতারা শুধু চাকরি পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সিট পায় না, ওখানেও চাঁদাবাজি চলে। জামায়াত ক্ষমতায় গেলে মেধা, যোগ্যতা, সততা অনুযায়ী চাকরি পাবে। এখানে কোন বৈষম্য থাকবে না। যেই দলের হোক, যেই গ্রামের হোক, যেই ধর্মের হোক, মেধা, যোগ্যতা অনুসারে চাকরি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়