শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বাংলাদেশের রপ্তানি প্রবাহে ভারতীয় বাধা: ট্রান্সশিপমেন্ট বন্ধে পোশাক খাত হুমকির মুখে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৩৮ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাড়িতে হামলা ও ভাংচুর

তপু সরকার হারুন : শেরপুরের শ্রীবরদীতে লোনা চিরান (৩০) নামে আদিবাসী - ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর নারীর বাড়িতে হামলা , ভাংচুর ও লুটপাটের অভিযোগ ওঠেছে। উপজেলার সীমান্তের আদিবাসী এলাকা হারিয়াকোনা টিলাপাড়া গ্রামেিএ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে
একটি মামলা দায়ের করায় ওই নারীর সুপারি বাগান জবর দখলসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে । এতে আতঙ্কে কাটাচ্ছেন লোনা চিরানসহ তার পরিবার। 

সরেজমিন গেলে ভুক্তভোগী ওই পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে ওঠে আসে এমন তথ্য। লোনা চিরানের মামলা সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলার হারিয়াকোনা টিলাপাড়া গ্রামের বাসিন্দা মৃত ফিলিপ ম্রংয়ের মেয়ে লোনা চিরান। তিনি বংশানুক্রমে বন বিভাগের পরিত্যক্ত একটি পাহাড়ি টিলায় ছেলে মেয়ে নিয়ে দু”চালা একটি টিনের ঘরে বসবাস করে আসছেন।

তাদের বসত ঘরের পাশেই একটি রান্না ঘর। এছাড়াও প্রায় এক একর জমিতে সুপারি, লটকন ও কাঠাল গাছের বাগান করেন। এসব গাছের ফল বিক্রি করে সংসার চালান তারা। আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৮ আগস্ট সকাল ১১ টার দিকে তার প্রতিবেশী মৃত হোসেন আলীর ছেলে রিলিপ ম্রং (৫৮), চিরুপায় ম্রংয়ের ছেলে আলীশান চিরান (৫২) ও রিলিপ ম্রংয়ের ছেলে মার্জেস ম্রং (২৫) সহ ২০ হতে ২৫ জন তার বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা তার বাড়ি ভাংচুর ও লুটপাট করে বাড়ির সব মালামাল নিয়ে যায়। ওইসময় তার সুপারির গাছের ফাঁকে ফাঁকে রোপনকৃত সবজি চারা নষ্ট করে করে। লোনা চিরা ও তার পরিবারের সদস্যরা বাঁধা গেলে প্রতিপক্ষ তাদের ওপর হামলা করে। এতে গুরুতর আহত হন লোনান চিরান, তার বৃদ্ধ মা নিরূপমা চিরান, মামী কলেতা চিরান ও সমিত্রা চিরান। পরে স্থানীয়রা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে লোনা চিরান বিজ্ঞ আদালতে রিলিপ ম্রং সহ ১০সহ অজ্ঞাত আরও ৫ জনের নামে একটি মামলা দায়ের করেন। তিনি বলেন, আমাদের ওপর হামলা করে ঘরবাড়ি ভেঙে নিয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। তবে এ ঘটনা অস্বীকার করেছেন প্রতিপক্ষ রিলিপ ম্রং। তিনি বলেন, তাদের সাথে টাকা লেনদেন নিয়ে বিরোধে মারামারি হয়েছে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে সাবেক উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান সুশীল নকরেক বলেন, বিষয়টি আমরা জানি। কিন্তু আমাদের কথা মানছে না। আমরাও এ ঘটনার বিচার চাই। সাবেক ইউপি চেয়ারম্যান আবু রায়হান বাবুল বলেন, কয়েকজন সুবিধাবাদী লোক নিজেদের স্বার্থ হাসিলের জন্য ওই আদিবাসী নারীর বাড়িতে হামলা করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়