শিরোনাম
◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি ◈ ১০ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস ◈ ২৪ ঘন্টার ব্যবধানে সোনার ভরিতে বাড়লো ৫৩৪২ টাকা ◈ পর্যটকদের ওপর গুলি, কাশ্মীরে নিহত অন্তত ২৪

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৯ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে পানিতে তলিয়ে ৪ হাজার কৃষকের ফসল নষ্ট

এন এ মুরাদ, মুরাদনগর : সাম্প্রতিক ঘটে যাওয়া বন্যা ও অতি বৃষ্টির কারণে মুরাদনগর উপজেলায় ৪ হাজার ২শ ৯৬ জন  কৃষকের ৩৩৬.৯ হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। যার ক্ষতির পরিমান ১৮ কোটি ৪১ লাখ ১০হাজার ৯শত ৮১ টাকা । বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর উপজেলা কৃষি অফিস।  অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের পানিতে কৃষকের আমন বীজতলা, রোপা আমন , খরিপ-২ শাকসবজি, রোপা আউশ, বোনা আমন ও আখসহ অন্যান্য ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। 

উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সাথে কথা হলে তারা বলেন, “ আমাদের ফসলি জমিগুলো পানিতে তলিয়ে আছে। দীর্ঘদিন পানি সরতে না পারায়  বীজতলা ও ধানের জমি, আখ পঁচে ফসল নষ্ট হয়ে গেছে। আমরা গরীব মানুষ । জমিগুলোই আমাদের বেঁচে থাকার অবলম্বন। কিন্তু এই কৃষি জমির উপরেই চলে ক্ষমতাসীনদের  জুলুম । গত ১৫বছরে এমন কোন খাল নেই যেইটা ক্ষমতাসীনরা দখল করেনি। কেউ খাল দখল করে রাস্তা করছে। কেউবা খালের উপর বাড়িঘর-দোকান নির্মাণ করছেন। এভাবেই সব খাল জাগায় জাগায় বাধঁ দেওয়া হয়েছে। খাল বাঁধ দেওয়ার কারণে পানি কোন দিক সরতে পারেনা। আবার শুষ্ক মৌসমে কৃষি জমিতে পানি দেওয়ার মতো কোন ব্যবস্থাও থাকেনা ”।  

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার জাহাপুর, ধামঘর,নবীপুর পূর্ব,  নবীপুর পশ্চিম, মুরাদনগর সদর , রামচন্দ্রপুর উত্তর, রামচন্দ্রপুর দক্ষিণ , আকবপুর, আন্দিকোট, ও শ্রীকাইলসহ ২২  ইউনিয়নের জমিগুলোতে পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার অন্যতম কারণ খালগুলোকে খন্ড খন্ড বাঁধ দিয়ে পানি চলাচলের পথ আটকে রাখা হয়েছে। সাতমোড়া এলাকার কৃষক- রুমান মিয়া, পারভীন আক্তার, আবুল কালাম ও শিউলি আক্তার জানান, “  জমিতে পানি আটকে থেকে  লাউ, লাল শাক  পুই শাক, কলমি শাক, করলা, আখ,  আমন ধানের বীজতলা ও আউশধান পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে ” ।  

মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু জানান, “ বৃষ্টির পানি আটকে ৪ হাজারেরও  বেশি কৃষকের ফসল ক্ষতিগ্রস্থ  হয়েছে। কৃষকদের ক্ষয়ক্ষতি নিরুপন করে বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি সহায়তা পেলে কৃষকরা ঘুরে দাঁড়াতে পারবে। অতিবৃষ্টি হলেই জমিতে পানি আটকে থাকে। এই সমস্যার সমাধান করা না গেলে আগামীতে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে ”।

  • সর্বশেষ
  • জনপ্রিয়