শিরোনাম
◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি ◈ ১০ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস ◈ ২৪ ঘন্টার ব্যবধানে সোনার ভরিতে বাড়লো ৫৩৪২ টাকা ◈ পর্যটকদের ওপর গুলি, কাশ্মীরে নিহত অন্তত ২৪ ◈ ঢাকা সিটি কলেজ দুইদিন বন্ধ ◈ জাতীয় নাগরিক পার্টি রাজনীতির সেই পুরনো পথেই কি হাঁটছে? ◈ সৌদি আরবে নরেন্দ্র মোদীর সফর কেন গুরুত্বপূর্ণ? ◈ মে দিবসে নয়াপল্টনে বড় শ্রমিক সমাবেশ করবে বিএনপি, প্রধান অতিথি থাকবেন তারেক রহমান

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩০ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর সংলগ্ন পাহাড়ের একটি গাছে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ রফিক (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় টেকনাফ সদর ইউনিয়নের স্থলবন্দর সংলগ্ন কেরুনতলী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রফিক ৯ দিন আগে জেল থেকে ছাড়া পেয়েছেন বলে জানা যায়। নিহত মোহাম্মদ রফিক টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নুরুল ইসলামের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়দের বরাতে ওসি গিয়াস উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন কেরুনতলী এলাকার পাহাড়ে এক ব্যক্তিকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, স্বজনরা জানিয়েছে, মাদক মামলায় মো. রফিক জেলে ছিলেন। গত ১০ সেপ্টেম্বর তিনি জামিনে বের হন। রফিকের সঙ্গে তার স্ত্রীর দাম্পত্য কলহ চলছিল। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়